ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, ‘লাল সিং চাড্ডা’ ছবির ব্যর্থতার ৩ বছর পর বড়পর্দায় ‘সিতারে জমিন পার’ নিয়ে ফিরছেন আমির খান। সে সিনেমারই শুটিং সেটের একটি দৃশ্য হঠাৎ প্রকাশ পেয়েছে নেটদুনিয়ায়।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, ‘সিতারে জমিন পার’ সিনেমার অভিনয়শিল্পীদের সঙ্গে কথা বলছেন, মজা করছেন, নাচছেন শাহরুখ। ‘কিং খান’কে পেয়ে কেউ তাকে জড়িয়ে ধরছেন, কেউ আবার মেগাস্টারের সঙ্গে শুরু করেন গল্প ও মজার আলাপন।

জানা যায়, এবারের সিনেমা যেন সফল হয় তাই সহকর্মী অভিনয়শিল্পীদের মনোবল বাড়াতে শুটিং সেটে বন্ধু শাহরুখ খানকে উপস্থিত থাকার অনুরোধ করেছিলেন আমির। বন্ধুর কথা রাখতেই সময় বের করে শুটিং সেটে হাজির হন শাহরুখ। শুটিং সেটের অভিনয়শিল্পীদের সঙ্গে আড্ডায় মেতে ওঠেন।
নতুন এ সিনেমায় একজন বাস্কেটবল কোচের ভূমিকায় দেখা যাবে আমিরকে। যিনি বিশেষ চাহিদা সম্পন্ন খেলোয়াড়দের একটি দলকে প্রশিক্ষণ দেন। সিনেমায় বিশেষ চাহিদা সম্পন্ন খেলোয়াড়দের ভূমিকায় দেখা যাবে এক ঝাঁক অভিনয়শিল্পীদের। তাদের মনোবল বাড়াতেই এ সিনেমার শুটিং সেটে উপস্থিত ছিলেন শাহরুখ, যা এখন নেটপাড়ায় ভাইরাল।
আরও পড়ুন: আমির খানের তৃতীয় বিয়ে নিয়ে মন্তব্য করে শোড়গোল ফেলেছেন সালমান খান
২০০৭ সালের হিট সিনেমা 'তারে জমিন পার'-এর সিক্যুয়েল ‘সিতারে জমিন পার’। আরএস প্রসন্ন পরিচালিত সিনেমাটি আগামী ২০ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।
আরও পড়ুন: সিনেমার শুরুতে মোদির উক্তি রাখার নির্দেশ, বৈঠক করবেন আমির খান!
প্রসঙ্গত, ‘সিতারে জমিন পার’ সিনেমায় আমির খানের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে জেনেলিয়া ডি'সুজাকে। অভিনয়ে আরও রয়েছেন আরুষ দত্ত, গোপী কৃষ্ণ বর্মা, সম্বিত দেশাই, বেদান্ত শর্মা, আয়ুষ বনসালি, আশিস পেন্ডসে, ঋষি শাহানি, ঋষভ জৈন, নমন মিশ্র, সিমরন মঙ্গেশকর প্রমুখ।
]]>