একসঙ্গে অন্তঃসত্ত্বা একই হাসপাতালের ১৪ নার্স!

৯ ঘন্টা আগে
যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে কর্মরত ১৪ জন নার্স একসঙ্গে অন্তঃসত্ত্বা হয়েছেন। তাদের সন্তান প্রসবের সময়ও প্রায় কাছাকাছি।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ইউএসএ টুডের প্রতিবেদনে বলা হয়, উইসকনসিনে এইচএসএইচএস সেন্ট ভিনসেন্ট হাসপাতালে একসঙ্গে অন্তঃসত্ত্বা হয়েছেন ১৪ জন নার্স। হাসপাতাল কর্তৃপক্ষও এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

 

হাসপাতাল কর্তৃপক্ষ এই ঘটনাকে ইতিবাচক দৃষ্টিতে দেখছে। কর্তৃপক্ষের যদিও একটা ভয় ছিল একই বিভাগের একাধিক কর্মীর একই সময়ে মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ায় ব্যবস্থাপনার ক্ষেত্রে কিছুটা চ্যালেঞ্জ তৈরি হতে পারে, তবে প্রত্যেক নার্স নিজেদের দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।

 

আরও পড়ুন: অন্তঃসত্ত্বা অবস্থায় মেট গালায় নজর কাড়লেন কিয়ারা

 

হাসপাতালের এক কর্মকর্তা এই ঘটনাকে ‘অবিশ্বাস্য’ বলে অভিহিত করেছেন। তিনি এটিকে একটি বৃত্ত সম্পূর্ণ হচ্ছে বলে মন্তব্য করেন।

 

হাসপাতালটির নারী ও শিশু কেন্দ্র জানিয়েছে, তাদের নিবন্ধিত নার্সদের এক ডজনেরও বেশি চলতি বছর সন্তান প্রত্যাশা করছেন।

 

এইচএসএইচএস সেন্ট ভিনসেন্ট হাসপাতালের নারী ও শিশু কেন্দ্রের পরিচালক অ্যামি বার্ডন এক বিবৃতিতে বলেন, এটি আমাদের অনেক নার্সদের জন্য একটি অবিশ্বাস্য মুহূর্ত, যাদের মধ্যে কেউ কেউ প্রথমবারের মতো মা হতে চলেছেন। এই নারীরা প্রত্যেকেই একেকজন শিশু বিশেষজ্ঞ, তাদের অনেকের এবার নিজের শিশুর যত্ন নেয়ার প্রত্যক্ষ অভিজ্ঞতা হতে চলেছে।

 

১৪ অন্তঃসত্ত্বা নার্সদের মধ্যে একজন অ্যাশলিন শর্ট। ইউএসেএ টুডেকে তিনি জানান, ২০১৩ সাল থেকে এইচএসএইচএস সেন্ট ভিনসেন্ট হাসপাতালে কাজ করছেন। আর ২০১৫ সাল থেকে উইমেন অ্যান্ড ইনফ্যান্ট সেন্টারে কাজ করছেন। চলতি আগস্টে তিনি পঞ্চম সন্তানের প্রত্যাশা করছেন।

 

আরও পড়ুন: মা হচ্ছেন কিয়ারা, কোটি টাকার উপহার দিলেন সিদ্ধার্থ

 

তিনি বলেন, উইমেন অ্যান্ড ইনফ্যান্ট সেন্টার একটি পরিবারের মতো। চলতি বছর তাদের সহকর্মীদের এতজনে একসঙ্গে অন্তঃসত্ত্বা হওয়ার খবরে প্রথমে অনেকে অবাক হয়েছিলেন। শর্ট হেসে ইউএসএ টুডেকে বলেন, ‘এটি একটু অবাক করার মতো ছিল।’

 

তিনি আরও বলেন, কর্মক্ষেত্রে এবং বাইরে প্রথমবার মা হওয়া নারীদের টিপস দিতে পেরে তিনি আনন্দিত। শর্টের চার সন্তানের বয়স যথাক্রমে ২, ৪, ৭ এবং ৯ বছর।

 

সূত্র: ইউএসএ টুডে

]]>
সম্পূর্ণ পড়ুন