একনজরে পাকিস্তান-পাইক্রফট নাটকের শুরু থেকে শেষ

৩ সপ্তাহ আগে
এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাতের মাঠে মঞ্চস্থ হয়েছে এক মহা নাটকের। বুধবার (১৭ সেপ্টেম্বর) ঘটে যাওয়া যে নাটকের শিরোনাম হতে পারে ‘পাকিস্তান-পাইক্রফট দ্বন্দ্ব ও তার সমাপ্তি’।

নাটকে প্রথম দৃশ্যের শুরু হোটেল ম্যারিনায়। যেখানে অবস্থান করছিল পাকিস্তান ক্রিকেট দল। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় ভেন্যুর উদ্দেশে হোটেল ছাড়ার কথা ছিল তাদের। কিন্তু তারা হোটেল থেকে বের হয়নি। তখনই শুরু হয় কানাঘুষা, দেখা দেয় সংশয়। তাহলে কি সত্যি সত্যিই এশিয়া কাপ বর্জন করতে যাচ্ছে পাকিস্তান!

 

হোটেল থেকে গাড়িতে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের দূরত্ব ছিল ৪০ মিনিটের রাস্তা। ইতোমধ্যে স্থানীয় সময় ৫টায় স্টেডিয়ামে পৌঁছে গিয়েছিল প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট দল। কিন্তু তখনো তারা জানতো না ম্যাচ মাঠে গড়াবে কি না। পাকিস্তানের ম্যাচ বর্জনের আওয়াজ আরও তীব্র হতে থাকে।

 

এবার দৃশ্যপটে দুবাই থেকে ১৯০০ কিলোমিটার দূরে থাকা পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সদর দপ্তর। যেখানে বর্তমান চেয়ারম্যান মহসিন নাকভি, যিনি আবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলেরও (এসিসি) প্রধান, আলোচনায় বসেছেন পিসিবির দুই সাবেক চেয়ারম্যান রমিজ রাজা ও নাজাম শেঠির সঙ্গে। পরবর্তী পদক্ষেপ নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করছিলেন তারা। শুরুতে সেখান থেকে ঘোষণা এসেছিল ম্যাচটি এক ঘণ্টা পিছিয়ে নেয়ার। অর্থাৎ স্থানীয় সময় ৭টায় টস আর সাড়ে ৭টায় ম্যাচ।

 

আরও পড়ুন: উড়ে এসে বল পড়ল আম্পায়ারের মাথায়, তার বদলি হন বাংলাদেশের গাজী সোহেল

 

আবার দৃশ্যপটে দুবাই স্টেডিয়ামে। সেখানে নতুন কৌতুহল তৈরি করলেন ঘটনার কেন্দ্রে থাকা জিম্বাবুয়ের ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট। ভারত-পাকিস্তান ম্যাচে হ্যান্ডশেক বিতর্কে এ ম্যাচ রেফারির দিকেই অভিযোগের তীর পাকিস্তানিদের। ওই ম্যাচে টসের সময় হ্যান্ডশেক করেননি ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব। এমনকি ম্যাচশেষেও তারা হাত মেলাননি। অপমানিত হয়ে পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে যোগ দেননি পাকিস্তানের অধিনায়ক সালমান আগা। এ ঘটনায় ম্যাচ রেফারি পাইক্রফটের বিরুদ্ধে অভিযোগ এনে আইসিসিকে চিঠি দেয় পিসিবি। অভিযোগে তারা উল্লেখ করে, পাইক্রফট নিজেই নাকি হাত না মেলাতে অনুরোধ করেছিলেন। যা ‘আইসিসির আচরণবিধি এবং এমসিসি’র ‘স্পিরিট অব ক্রিকেট’-সংক্রান্ত আইন ভঙ্গের সামিল উল্লেখ করে তারা পাইক্রফটকে সরানোর দাবি জানায়। তাকে না সরালে এশিয়া কাপ থেকে নিজেদের সরিয়ে নেওয়ার হুঁশিয়ারিও দেয় পাকিস্তান। কিন্তু প্রায় ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও তাকে না সরানোর সিদ্ধান্তে অনড় ছিল আইসিসি।

 

এর মধ্যে স্টেডিয়াম থেকে দ্রুত পাইক্রফট বের হয়ে ছুটলেন আইসিসির সদর দপ্তরের উদ্দেশে। গাড়িতে স্টেডিয়াম থেকে যার দূরত্ব ৫ মিনিটের রাস্তা। তখন পর্যন্ত অনেকের ধারণা ছিল, পাইক্রফটকে তাহলে সরাতে যাচ্ছে আইসিসি।

 

এর মধ্যে নাকভি বিকেল ৫টা ৪৫ মিনিটে সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেন। যেখানে তিনি পাকিস্তান দলকে হোটেল থেকে স্টেডিয়ামের উদ্দেশে রওনা হওয়ার নির্দেশ দিয়েছেন বলে জানান। তবে তখনো শঙ্কা পুরোপুরি কাটেনি। স্বল্প সময়ের মধ্যে বিশেষ করে সপ্তাহের ব্যস্ততম দিনে ট্রাফিক জ্যাম সরিয়ে রাস্তা ক্লিয়ার করাটা তখন প্রায় অসম্ভব ছিল। পুলিশ আগেই এ বিষয়ে সতর্ক করে রেখেছিল। পাকিস্তান দল স্টেডিয়ামের উদ্দেশে হোটেল ছাড়ার পর সেখানে আবার নতুন শঙ্কা, যখন ঘোষণা আসে পাইক্রফট-ই ম্যাচ পরিচালনা করছেন।

 

এর মধ্যে সংবাদ মাধ্যমগুলোতে চলছে নানা আলোচনা-সমালোচনা। ৪০ মিনিটের বাস যাত্রার পর স্থানীয় সময় ৬টা ২৫ মিনিটে স্টেডিয়ামে পৌঁছায় পাকিস্তান। ততক্ষণে আরব আমিরাত নিজেদের অনুশীলন পর্ব শেষ করে টিম মিটিং করছিল, তাদের অপেক্ষা তখন টসের। অন্যদিকে মাঠে পৌঁছেই সরাসরি অনুশীলনে নেমে পড়ে পাকিস্তানের খেলোয়াড়রা।

 

আরেক দিকে টিম ম্যানেজার নাভেদ আকরাম চিমা, অধিনায়ক সালমান আলী আঘা এবং কোচ মাইক হ্যাসন ক্লোজ ডোর মিটিংয়ে বসেন পাইক্রফটের সঙ্গে। তার কিছুক্ষণ পরই পিসিবি পাকিস্তানি সংবাদ মাধ্যমগুলোর কাছে পাইক্রফটের সঙ্গে সভার একটি শব্দহীন ভিডিও ক্লিপ প্রকাশ করে। বিবৃতিতে পিসিবি জানায়, হ্যান্ডশেক নিয়ে ভুল যোগাযোগের জন্য ক্ষমা চেয়েছেন পাইক্রফট। তাতে শেষ হয় দীর্ঘ ২৪ ঘণ্টার এক নাটকের।

 

আরও পড়ুন: পাইক্রফট ভারতের স্থায়ী ফিক্সার: রমিজ রাজা

 

যার শুরুটা হয়েছিল মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) পাকিস্তানের ম্যাচপূর্ববর্তী সংবাদ সম্মেলন বর্জনের মধ্যে দিয়ে। এর কিছুক্ষণ পর পিসিবি জানিয়েছিল, এশিয়া কাপের তাদের থাকা বা না থাকা নিয়ে তারা পর্যালোচনা করছে।  


অবশেষে সে নাটকের সমাপ্তি ঘটিয়ে বাঁচা-মরার ম্যাচে আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরও নিশ্চিত করেছে পাকিস্তান।

 

 

 

]]>
সম্পূর্ণ পড়ুন