একদিনে রেকর্ড সর্বোচ্চ ১ হাজার ৭০১ টন আলু গেল নেপালে

২ সপ্তাহ আগে
পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপালে রফতানি হয়েছে আরও ১ হাজার ৭০১ মেট্রিক টন বাংলাদেশি আলু।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত এস্টারিক্সসহ বিভিন্ন জাতের আলু মোট ৮১টি ট্রাকে করে দেশটিতে পাঠানো হয়েছে।

 

রাতে বিষয়টি সময় সংবাদকে নিশ্চিত করেছেন বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর জিল্লুর রহমান।

 

আরও পড়ুন: বেঁধে দেয়া দামের বাস্তবায়ন নেই, আলু নিয়ে বিপাকে চাষি-হিমাগার মালিকরা

 

তিনি বলেন, আলুগুলো উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে বাছাই করে নেপালে রফতানি করছে বিভিন্ন রফতানিকারক প্রতিষ্ঠান। নেপালে বাংলাদেশি আলুর চাহিদা অনেক বেশি থাকায় দিন দিন এই রফতানির পরিমাণ বাড়ছে।

 

এর আগে একদিনে সর্বোচ্চ ১ হাজার ৫৭৫ মেট্রিক টন আলু রপ্তানি হয়েছিল। বৃহস্পতিবার ১ হাজার ৭০১ মেট্রিক টন আলু রফতানি হওয়ায় আগের সেই রেকর্ড ভেঙে গেল। এ নিয়ে এ বন্দর দিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে বৃহস্পতিবার পর্যন্ত ৪৪ হাজার ৪১৫ মেট্রিক টন আলু রফতানি হয়েছে।

 

 

]]>
সম্পূর্ণ পড়ুন