শনিবার (২২ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নে মহিলা দলের উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এ্যানি এসব কথা বলেন।
এ্যানি বলেন, ‘আজ তারা ভোট চায়, এ বলে যে- তারা নাকি আল্লাহর দল। আল্লাহর তো কোনো রাজনৈতিক দল নেই। আল্লাহর দল তো সারা পৃথিবীর মানুষ। তাহলে আজকে ওনারা এমন কিছু কথা বলেছেন, যা অপব্যাখ্যা, অপপ্রচার। বেহেশতে যাইতে হলে ঈমান আকিদা বড়। পাঁচ ওয়াক্ত নামাজ, আল্লাহর প্রতি সন্তুষ্টি, আল্লাহর প্রশংসা করা, ভালোবাসা ও প্রেম থাকব আল্লাহর প্রতি।’
তিনি আরও বলেন, ‘একজন মুমিনের প্রকৃত গুণ হচ্ছে নামাজ পড়া, যাকাত দেয়া, হজ্জ করা, ঈমান ঠিক রাখা, সৎকর্ম করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা, শান্তি প্রতিষ্ঠা করা।’
আরও পড়ুন: বেহেশতের টিকিট বিলিকারী আর লকডাউন দাতাদের মধ্যে সম্পর্ক আছে: এ্যানি
বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, ‘একটা বিশেষ ইসলামিক দল- তারা এক সময় আওয়ামী লীগের সঙ্গে ছিল, এক সময় বিএনপির সঙ্গেও ছিল। যখন যেখানে সুযোগ পেয়েছে। কিন্তু তাদের ব্যাখ্যাটা অপব্যাখ্যা, প্রচারটা অপপ্রচার।’
বিএনপি নেতা এ্যানি বলেন, ‘আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, তাদের হেলমেট বাহিনী, হোন্ডার বহর নিয়ে চলতো। হোন্ডার ভয়ে মানুষ ঘুমাইতে পারে নাই। এখন এ বিশেষ ইসলামিক দল হোন্ডা র্যালি দেয়, হোন্ডার আওয়াজ দেয়। বিএনপির রাজনীতিতে হোন্ডা র্যালি নাই, গুন্ডা র্যালি নাই, হোন্ডার আওয়াজ নাই। মানুষের রাজনীতি, মানুষের আওয়াজ, জনগণের আওয়াজ, জনগণের র্যালি- এটা হলো বিএনপি।’
আরও পড়ুন: বিশ্বের ইতিহাসে জিয়াউর রহমানের জানাজার মতো বড় জানাজা আর হয়নি: এ্যানি
তিনি বলেন, ‘হোন্ডার আওয়াজ মানুষ ১৭ বছর মানুষ পছন্দ করে নাই, যার কারণে আওয়ামী লীগ পালিয়ে গেছে। আবার বিশেষ ইসলামী দল, যদি এ ধরনের র্যালির মধ্যে যায়, এ ধরনের আওয়াজে যায়, হোন্ডা-গুন্ডায় যায়, তাদেরও পালিয়ে যেতে হবে।’
উঠান বৈঠকে এ সময় উপস্থিত ছিলেন: চন্দ্রগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক এম বেল্লাল হোসেন, সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চু, জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার ও সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার সুমি ভূঁইয়াসহ থানা, ইউনিয়ন, ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

১ দিন আগে
১






Bengali (BD) ·
English (US) ·