একজন অসহায় আলেমের বাকপ্রতিবন্ধী সন্তানের খোঁজ চায় পরিবার

১৭ ঘন্টা আগে
রাজধানীর মুগদা-মান্ডা এলাকায় একজন অসহায় আলেমের বাকপ্রতিবন্ধী মেয়ে মারিয়া নিখোঁজ হওয়ার পর পরিবারে নেমে এসেছে চরম উৎকণ্ঠা।

১৩ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল ৯টায় দক্ষিণ মান্ডা এলাকার বাসা থেকে বের হয়ে যাওয়ার পর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

 

মারিয়ার বয়স কম এবং বাকপ্রতিবন্ধী। তার গায়ের রং ফর্সা, পিঠ কিছুটা উঁচু এবং নিখোঁজের সময় তার পরনে ছিল হলুদ-কালো ছাপার ফ্রক। হঠাৎ হারিয়ে যাওয়ার পর থেকে পরিবারসহ আশপাশের মানুষের মনে শঙ্কা বাড়ছে প্রতি মুহূর্তে।

 

আরও পড়ুন: নবীজির প্রিয় বিষয়গুলো নিয়ে মুফতি আবদুল্লাহ তামিমের অনন্য সিরাত গ্রন্থ ‘নবীজির প্রিয় ১০০’

 

মেয়েটির বাবা, যিনি একজন দ্বীনদার আলেম, কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার মেয়েটা কিছু বলতে পারে না। কোথায় আছে, কেমন আছে, কিছুই জানি না। আপনাদের কাছে হাতজোড় করে বলছি, দয়া করে আমাদের মেয়েটাকে খুঁজে পেতে সাহায্য করুন।

 

ঘটনার পরপরই পরিবারটি মুগদা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে। জিডি নম্বর, ৮৪৩। এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা এসআই শাহাদাৎ হাসান বিপি বলেন, ‘আমরা ঘটনাটি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। সিসিটিভি ফুটেজসহ সকল দিক থেকে খোঁজ অব্যাহত আছে। এলাকাবাসীর কেউ যদি সামান্য কোনো তথ্যও জানেন, আমাদের জানালে সহায়তা হবে।’

 

মুগদা, মান্ডা, মানিকনগরসহ আশেপাশের এলাকার নাগরিকদের উদ্দেশে পরিবারের আকুতি, আপনার একটি শেয়ার, একটি তথ্য, একটি সহযোগিতা, একটি অসহায় পরিবারকে আবার তাদের সন্তানকে বুকে জড়ানোর সুযোগ দিতে পারে।

 

কোনো সংবাদ পাওয়া গেলে যোগাযোগ করার অনুরোধ করেছেন পরিবার, ঠিকানা: ৯৩১, হিরুমিয়া রোড, দক্ষিণ মান্ডা, জসিম উদ্দিন বাড়ি। অথবা মুগদা থানা। মোবাইল: ০১৫৫৬৩৩৪৩৭৭। শিশুটির নিরাপদে দ্রুত ফিরে আসার জন্য সবার কাছে দোয়া চেয়েছে পরিবার।

]]>
সম্পূর্ণ পড়ুন