একই সালে মারা যাবেন শাহরুখ ও সালমান খান

১ দিন আগে
আর মাত্র ৮ বছর পরই মারা যাবেন বলিউড মেগাস্টার শাহরুখ খান ও সালমান খান। জনপ্রিয় এ দুই সেলিব্রেটির জীবন প্রদীপ নিভে যাওয়া প্রসঙ্গে এমনই ভবিষ্যদ্বাণী করেছেন ভারতের সেলিব্রিটি জ্যোতিষী সুশীল কুমার সিং।

সম্প্রতি সিদ্ধার্থ কান্নানের পডকাস্টে অংশ নেন জ্যোতিষী সুশীল। ওই সাক্ষাৎকারে তিনি জানান, ৬৭ বছর বয়সে মারা যাবেন শাহরুখ ও সালমান। দুই তারকার কোষ্ঠী বিচার করে তিনি ইঙ্গিত পান একই সালে মৃত্যু হবে দুজনের।

 

বর্তমান সময় প্রসঙ্গে বলতে গিয়ে জ্যোতিষী সুশীল বলেন,

শাহরুখ খানের সময় এখন ঠিক চলছে। তবে সালমানের সময় মোটেও ভালো যাচ্ছে না। ২৫, ২৬, ২৭ সাল সালমানের খুব খারাপ যাবে।

 

আরও পড়ুন: যে কারণে ‘মুসলিম পদবী’ ব্যবহার করেন দিয়া

 

মৃত্যুর শেষ দিনের সময়গুলো কেমন কাটবে এ দুই তারকার এ প্রসঙ্গে এ ভবিষ্যতদ্রষ্টা বলেন,

শাহরুখের শেষের দিনগুলো ভালোই যাবে। কিন্তু সালমানের শেষের দিনগুলো খুব খারাপ কাটবে। এমন কোনো অসুখ হবে যার নাম মুখে আনাও যায় না।

 

আরও পড়ুন: আমির খানের জন্মদিন উদযাপনে বড় চমক জাভেদের!

 

প্রসঙ্গত, সুশীল কুমার সিং ভারতের প্রখ্যাত একজন জ্যোতিষী। বলিউডের অসংখ্য নামিদামি তারকা আগাম ভবিষ্যত সম্পর্কে জানতে তার কাছে আসেন হাত ও কোষ্ঠী দেখাতে। জ্যোতিষীর এমন ভবিষ্যদ্বাণীতে তাই দিশেহারা শাহরুখ ও সালমান ভক্তরা।

 

]]>
সম্পূর্ণ পড়ুন