ব্রেন্টফোর্ড ২-২ ম্যানচেস্টার সিটি
গতিময় ফুটবল ও আক্রমণ-পাল্টা আক্রমণে জমজমাট লড়াই হয় এই ম্যাচ। প্রথমার্ধে কোনো দল গোল করতে না পারলেও, দ্বিতীয় হাফে দুই দলই দুইটি করে গোল দেয়। ম্যাচের ৬৬তম মিনিটে ডু ব্রুইনের দুর্দান্ত ক্রস থেকে সিটিকে লিড এনে দেন ফোডেন। তার ১২ মিনিট পর (৭৮তম) আবারও গোল করেন এই ইংলিশ তারকা। ডি-বক্সে ভেতরে সাভিনিয়ো শট নিলে তা ঠেকিয়ে দেন ব্রেন্টফোর্ড গোলকিপার। তবে সেই বল গিয়ে পড়ে ফোডেনের পায়ে। বল পেয়েই জোড়াল শটে সিটিকে দুই গোলে লিড এনে দেন তিনি।
এমন অবস্থায় সকলে ভেবেই নিয়েছিল ম্যাচটি সহজেই জিততে যাচ্ছে ম্যান সিটি। তবে তখনও নাটকের বাকি ছিল। ৮২তম মিনিটে ম্যাডস রোয়ার্সলেভের ক্রস থেকে সামান্য টোকায় বল জালে পাঠান ইয়োনে উইসা। আর ম্যাচে বাড়ানো সময়ের দ্বিতীয় মিনিটে হেডে গোল করে দলকে মূল্যবান এক পয়েন্ট এনে দেন নরগার্ড।
এই ড্রয়ের ফলে আবারও হোঁচট খেল সিটি। ড্র করে সেরা চারে ওঠার সুযোগ হারাল তারা। ২১ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে ছয় নম্বর স্থানে সিটিজেনরা। সমান ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে ১০-এ ব্রেন্টফোর্ড।
নটিংহ্যাম ১-১ লিভারপুল
চলতি মৌসুমে লিগে যে ম্যাচটি এখন পর্যন্ত হেরেছে লিভারপুল, সেই দলটি হচ্ছে নটিংহ্যাম ফরেস্ট। মঙ্গলবার (১৪ জানুয়ারি) আবারও মুখোমুখি হয়েছিল এই দুই দল। আর এবারও নটিংহ্যামকে হারাতে পারেনি স্লটের দল।
আরও পড়ুন: রোমাঞ্চকর ম্যাচে লিভারপুল-ইউনাইটেডের পয়েন্ট ভাগাভাগি
![May be an image of 2 people, people playing football, people playing soccer and text](https://scontent.fdac11-2.fna.fbcdn.net/v/t39.30808-6/473104138_1178369026991260_532960457830814698_n.jpg?stp=dst-jpg_s640x640_tt6&_nc_cat=1&ccb=1-7&_nc_sid=127cfc&_nc_eui2=AeHvyMLW9MDSwrpbZ80vakti_0JEh-IxS6P_QkSH4jFLo7cb5akjPLxZx400owWrgM0&_nc_ohc=6pbFl0xNt9wQ7kNvgFncVqa&_nc_zt=23&_nc_ht=scontent.fdac11-2.fna&_nc_gid=AdXuP9HqKe_tZMSJbrfpFLD&oh=00_AYAypGf2bc4vrLLHsdU1ANyEwAlCZ-7N1enfvHCRNDXEsg&oe=678CCE04)
ম্যাচের ষষ্ঠ মিনিটেই লিড পায় নটিংহ্যাম। এলেঙ্গার পাস থেকে জোড়াল শটে গোল করেন দলটির কিউই স্ট্রাইকার ক্রিস উড। চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে আছেন তিনি। এরপর একের পর এক আক্রমণ করে যায় লিভারপুল, তবে গোলের দেখা পাচ্ছিল না তারা।
দ্বিতীয় হাফে সমতায় ফেরে অলরেডরা। ৬৬তম মিনিটে সিলিকাসের কর্নার থেকে হেডে গোল করে লিভারপুলকে সমতায় ফেরান জোতা। এরপর আর কোনো দল গোল করতে পারেনি। ফলে টেবিলের শীর্ষ দুই দল পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে। এদিকে এনিয়ে টানা দুই ম্যাচে পয়েন্ট হারাল লিভারপুল।
২০ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে লিভারপুল। ২১ ম্যাচে নটিংহ্যামের পয়েন্ট ৪১। এদিকে রাতের আরেক ম্যাচে বোর্নেমাউথের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে চেলসি।