একই নাম হওয়াতে ছাত্রলীগ নেতার বদলে বন্দি থাকতে হলো ভ্যানচালককে!

১ দিন আগে
চাঁদপুরের আমান ছৈয়াল। পেশায় তিনি একজন ভ্যানচালক। জেলা শহরের দর্জিঘাট এলাকার একটি বাড়িতে ভাড়া থাকেন তিনি। তবে পুলিশ ভুলের কারণে বিনা অপরাধে প্রায় এক মাস কারাভোগ করেন নিরপরাধ আমান ছৈয়াল।

শনিবার (২২ নভেম্বর)  দুপুরে চাঁদপুর জেলা কারাগার থেকে মুক্তি পান তিনি। এদিকে, স্ত্রী, সন্তানের কাছে ফিরতে পেরে দারুণ খুশি আমান ছৈয়াল।

 

খোঁজ নিয়ে জানা গেছে, গত ২০ অক্টোবর চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া- বিগত ২০২৪ সালের জুলাই মাসে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় গ্রেফতার দেখায় আমান ছৈয়ালকে। অথচ মামলার এজাহারে ১৮৫ নম্বর আসামি প্রকৃত আমান ছৈয়াল জেলা ছাত্রলীগের সহসভাপতি ছিলেন। বিগত ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে পলাতক তিনি।

 

আরও পড়ুন: কাশিমপুর কারাগারে বন্দি আ.লীগ নেতার মৃত্যু

 

ভুক্তভোগী পরিবারের দাবি, শুধুমাত্র আমান নামটির মিল থাকায় নিরপরাধ আমান ছৈয়াল (৩৫) প্রায় এক মাস জেলে বন্দি ছিলেন। এরইমধ্যে ঘটনা জানাজানি হলে মুক্তি কারাগার থেকে মুক্তি পান তিনি।

 

বেসরকারি একটি টেলিভিশন রিকশা ভ্যানচালক আমান ছৈয়ালকে নিয়ে প্রতিবেদন করে। এরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিচার বিভাগ নড়েচড়ে বসে এবং যাচাই-বাছাই শেষে আমান ছৈয়ালের মুক্তির ব্যবস্থা করে।

 

আরও পড়ুন: ময়মনসিংহে বাসে আগুন: কারাগারে আওয়ামী লীগ নেতা

 

এই নিয়ে কথা বলেন, চাঁদপুরের বিশিষ্ট আইনজীবী সেলিম আকবর। তিনি বলেন, একজনের অপরাধে আরেকজন জেল খাটবে। এটা তো চরমভাবে মানবাধিকার লঙ্ঘন। তবে স্বস্তির কথা আটক হওয়া নিরপরাধ ব্যক্তি মুক্তি পেয়েছেন। এছাড়া যেই পুলিশ ভুলে এমন হয়েছে তার বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপ নেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তা এখন দেখার বিষয়।

]]>
সম্পূর্ণ পড়ুন