একই দিনে নির্বাচন ও গণভোটের প্রস্তাব বিশেষজ্ঞদের: আলী রীয়াজ

৩ সপ্তাহ আগে
জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়নের জন্য বিশেষজ্ঞ প্যানেল নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রীয়াজ।

তিনি জানান, প্রস্তাবটি কমিশন বিবেচনা করছে এবং এটি সরকারের কাছে সুপারিশ হিসেবে পাঠানো হতে পারে।
 

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।


আলী রীয়াজ বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের বিষয়ে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে মতামত নিয়ে একটি বিশেষজ্ঞ প্যানেল তৈরি করা হয়েছে। সেই প্যানেল সংবিধান সংশ্লিষ্ট বিষয়গুলো বাস্তবায়নের জন্য একটি ‘সাংবিধানিক আদেশ’ জারির প্রস্তাব দিয়েছে। এই আদেশে মূলত সংবিধান সম্পর্কিত সংস্কারগুলো অন্তর্ভুক্ত থাকবে।
 

আরও পড়ুন: বিচারের আগে আওয়ামী লীগ ও জাপাসহ ১৪ দল নির্বাচনে অংশ নিতে পারবে না: রাশেদ


বিশেষজ্ঞদের প্রস্তাব অনুযায়ী, এই সাংবিধানিক আদেশটি পরবর্তী জাতীয় নির্বাচনের দিন একইসঙ্গে গণভোটের মাধ্যমে জনগণের অনুমোদনের জন্য পেশ করা যেতে পারে। গণভোটের মধ্যদিয়ে জনগণের সম্মতি পেলে আদেশটি বৈধ বলে বিবেচিত হবে এবং এটি যেদিন ঘোষণা করা হয়েছে, সেদিন থেকেই কার্যকর হবে।


তিনি আরও বলেন, ‘গণভোটে জনসমর্থন পাওয়া গেলে ওই কনস্টিটিউশন অর্ডারকে বৈধ ও অনুমোদিত হিসেবে গণ্য করা হবে এবং এর কার্যকারিতা ঘোষণার তারিখ থেকে রেট্রোস্পেকটিভভাবে বিবেচিত হবে।’


জাতীয় ঐকমত্য কমিশনের এই সহসভাপতি জানান, সংবিধান সংশ্লিষ্ট নয় এমন সংস্কারগুলো অধ্যাদেশ বা সরকারি আদেশের মাধ্যমে বাস্তবায়নের জন্য এরইমধ্যে রাজনৈতিক দলগুলো নীতিগতভাবে সম্মত হয়েছে। তবে সংবিধান সংশোধন সম্পর্কিত সংস্কার বাস্তবায়নের পথ ও পদ্ধতি নিয়ে এখনও চূড়ান্ত ঐকমত্য গঠনের কাজ চলছে।
 

আরও পড়ুন: পিআর চাইলেই হবে না, নির্বাচন হলে জনগণই নির্ধারণ করবে: খসরু


আলী রীয়াজ জানান, বিশেষজ্ঞ প্যানেলের মতামতটি রাজনৈতিক দলগুলোর কাছে উপস্থাপন করা হয়েছে। কিছু দল এটিকে সমর্থন করলেও, অনেকে ভিন্নমত প্রকাশ করেছেন।


তিনি বলেন, রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে আরও আলোচনা করে বিকল্প প্রস্তাবগুলো কমিয়ে আনতে সময় চেয়েছে।


কমিশন আশা করছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে অনানুষ্ঠানিক যোগাযোগ বজায় রেখে অক্টোবরের শুরুর দিকেই তারা একটি সুনির্দিষ্ট সুপারিশ তৈরি করে সরকারের কাছে পেশ করতে পারবে।

]]>
সম্পূর্ণ পড়ুন