ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন মতে, গত মঙ্গলবার (৪ নভেম্বর) মুজাফফরনগরের নিউ মান্দি এলাকার রাস্তায় নিয়মিত ত্ল্লাশির অংশ হিসেবে থামানো হয় স্কুটার চালক আনমল সিংহলকে। ওই সময় তিনি হেলমেট পরা ছিলেন না। কোনো কাগজপত্রও সাথে ছিল না।
এসব কারণে পুলিশ আনমলের স্কুটার জব্দ করে। সেই সঙ্গে ‘২০ লাখ ৭৪ হাজার’ রুপি জরিমানা করে চালান প্রস্তুত করে। কিন্তু চালানে জরিমানার অঙ্ক দেখে তাজ্জব হয়ে যান আনমল এবং চালানের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন।
মুহূর্তের মধ্যে সেই ছবি ভাইরাল হয়ে যায়। বিষয়টি মুজাফফরনগরের পুলিশ সুপার (ট্রাফিক) অতুল চৌবের নজরে আসে। এরপর ট্রাফিক পুলিশ জরিমানার অঙ্ক ২০ লাখ ৭৪ হাজার থেকে কমিয়ে শুধু ৪ হাজার করেন।
আরও পড়ুন: স্বর্ণ ডাকাতি করতে মরিচের গুঁড়ো ছুড়লেন নারী, ২৫ সেকেন্ডে ২০ চড়!
পুলিশ সুপার চৌবে জানান, সাব-ইন্সপেক্টরের একটা ভুলের কারণে এমনটা ঘটেছে। এ ঘটনায় মোটর ভেহিকল অ্যাক্ট-এর সেকশন ২০৭ প্রয়োগ করা হয়। কিন্তু সাব-ইন্সপেক্টর জরিমানা ৪,০০০ টাকার মাঝখানে ‘এমভি অ্যাক্ট’ লিখতে ভুলে গেছেন। তাই ২০৭ আর ৪,০০০ জুড়ে গিয়ে হয়ে গেছে ২০,৭৪,০০০!
এরপর পুলিশ সুপার আনমলকে ডেকে বলেন, আমাদেরই ভুল হয়েছে। আপনার জরিমানা দিতে হবে মাত্র চার হাজার টাকা। আনমল তখন হাঁফ ছেড়ে বাঁচেন।
]]>

২ সপ্তাহ আগে
৫






Bengali (BD) ·
English (US) ·