এক লাখ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

৪ সপ্তাহ আগে
কক্সবাজারের উখিয়ায় এক লাখ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে র‌্যাব ১৫।

রোববার (৬ জুলাই) রাতে এক বার্তায় এ তথ্য জানান কক্সবাজারস্থ র‌্যাব ১৫ এর সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া অফিসার) আ. ম. ফারুক।

 

আটকরা হলেন, উখিয়ার ছোট হাবিব পাড়ার বাদশা মিয়ার ছেলে মো. মনির (৩২) ও মাদারবনিয়ার রশিদ আহমদের ছেলে মঞ্জুর আলম (২৮)।

 

আরও পড়ুন: কক্সবাজারে তরুণীকে ধর্ষণচেষ্টা, গণপিটুনিতে যুবক নিহত

 

আ. ম. ফারুক জানান, কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের মাদারবনিয়া এলাকায় কিছু ব্যক্তি ইয়াবার একটি বড় চালানের জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে রোববার সকালে ঘটনাস্থলে অভিযান চালায় র‌্যাবের একটি দল। অভিযানে ঘটনাস্থল থেকে ১ লাখ ইয়াবা, ০১টি স্মার্টফোন ও ০১টি বাটন ফোনসহ দুইজনকে আটক করা হয়।

 

আরও পড়ুন: বালির আদলে কক্সবাজারকে গড়ে তোলার পরিকল্পনা!

 

পরে উদ্ধার করা আলামতসহ আটকদের প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন