এক রাতে লাশ হলেন যুবলীগ নেতাসহ ৩ জন

১৭ ঘন্টা আগে
বরিশালের গৌরনদীতে পৃথক এলাকা থেকে যুবলীগ নেতাসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের মধ্যে দুজন হত্যাকাণ্ডের শিকার এবং অপরজন আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন স্বজনরা।

রোববার (১৬ নভেম্বর) উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের কমলাপুর ও চর রমজানপুর গ্রামে এবং একই উপজেলার বদরপুর গ্রাম থেকে ওই তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।


নিহতরা হলেন: উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের কমলাপুর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মরহুম জাহাঙ্গীর হোসেন মাস্টারের ছেলে ও উপজেলা যুবলীগের সদস্য আমিনুল ইসলাম (৪২), নলচিড়া ইউনিয়নের চর রমজানপুর গ্রামের মৃত সুধাংশ মণ্ডলের স্ত্রী সবিতা মণ্ডল (৫৫) ও নলচিড়া ইউনিয়নের বদরপুর গ্রামের আক্কাস হাওলাদারের স্ত্রী ইভা বেগম (২১)।


নিহত যুবলীগ নেতা আমিনুলের বোন জামাতা মিন্টু সরদার বলেন, ‘শনিবার দিবাগত রাত ১০টার দিকে হাত-মুখ ধোয়ার কথা বলে বাসা থেকে বের হন আমিনুল। এরপর আর তিনি বাসায় ফেরেননি। রোববার সকালে নিহতের বাড়ির সামনের পুকুর থেকে আমিনুলের মরদেহ উদ্ধার করা হয়। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। আমিনুলকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে স্বজনরা অভিযোগ করেন। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


আরও পড়ুন: ত্রিভুজ প্রেমের বলি আশরাফুল, বন্ধু জরেজের বাসায় ২৬ টুকরা করা হয় মরদেহ!


নিহত সবিতা মণ্ডলের স্বজনরা অভিযোগ করে বলেন, ‘শনিবার দিবাগত রাতে ঘরের দরজা-জানালা বন্ধ করে বাসায় একা ঘুমিয়ে ছিলেন সবিতা। রোববার সকাল সাড়ে ১০টার দিকেও তিনি ঘুম থেকে না ওঠায় বাড়ির লোকজন তাকে ডাকতে যান। পরে তারা দেখেন ঘরের দরজা খোলা এবং আসবাবপত্র এলোমেলো। পরবর্তীতে বিছানায় সবিতা মণ্ডলের মরদেহ দেখে পুলিশে খবর দেয়া হয়।


নিহতের স্বজনদের ধারণা, পূর্ব থেকে সংঘবদ্ধ চোর চক্রের সদস্যরা ঘরের মধ্যে লুকিয়ে ছিলো। রাতে সুযোগ বুঝে ঘরের মালামাল লুট করার সময় সবিতা বাধা দিলে তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়।


সবিতা মণ্ডলের ছেলে সুকুমার মণ্ডল গত ১০ দিন আগে গ্রিস থেকে ছুটিতে বাড়িতে আসেন। গত তিনদিন আগে স্ত্রীকে নিয়ে তিনি (সুকুমার) বোনের বাড়ি স্বরূপকাঠীর কুড়িয়ানায় বেড়াতে যান।


অপরদিকে নলচিড়া ইউনিয়নের বদরপুর গ্রামের আক্কাস হাওলাদারের চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ইভা বেগম শনিবার বিকেলে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে ফেরেন। এরপর তিনি পরিবারের সবার অজান্তে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন নিহতের স্বামী আক্কাস।


আরও পড়ুন: গলায় ছুরিকাঘাতের জখম নিয়ে রিকশা চালিয়ে ৩ কিলোমিটার গেলেন চালক, হাসপাতালে মৃত্যু


নিহত ইভা মুলাদী উপজেলার কাচির চর গ্রামের আনোয়ার আকনের মেয়ে। গত পাঁচ মাস আগে আক্কাসের সঙ্গে তার বিয়ে হয়। রাতে গৌরনদী উপজেলা হাসপাতাল থেকে ইভা বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ।


মৃতের স্বামী নলচিড়া বাজারের মুদি ব্যবসায়ী আক্কাস হাওলাদার বলেন, ‘খোঁজ নিয়ে জানতে পেরেছি ইভা বেগমের সঙ্গে অন্য এক ছেলের পরকীয়া সম্পর্ক রয়েছে। ধারণা করা হচ্ছে পরকীয়া প্রেমিকের সঙ্গে অভিমান করেই ইভা আত্মহত্যা করেছে।


গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রোববার দুপুরে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। প্রতিটি ঘটনার গভীর তদন্ত চলছে বলে জানান ওসি।

]]>
সম্পূর্ণ পড়ুন