রোববার (১৫ ডিসেম্বর) পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
এতে বলা হয়, চলতি অর্থবছরের এডিপিতে বরাদ্দ রয়েছে ২ লাখ ৭৮ হাজার ২৮৯ কোটি টাকা। এর মধ্যে জুলাই-নভেম্বর মাসে মন্ত্রণালয় ও বিভাগগুলো ব্যয় করতে পেরেছে মাত্র ৩৪ হাজার ২১৪ কোটি টাকা, যা মোট বরাদ্দের মাত্র ১২.২৯ শতাংশ।
আরও পড়ুন: এডিপি বাস্তবায়নে স্থবিরতা কাটছেই না
আইএমইডির প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা যায়, ২০১২-১৩ থেকে ২০২৩-২০২৪ অর্থবছর পর্যন্ত কোনও অর্থবছরেই প্রথম পাঁচ মাসে এডিপি বাস্তবায়ন ১৬ শতাংশের কম হয়নি। এর মধ্যে গত অর্থবছরের (২০২৩-২৪) একই সময়ে ব্যয় হয়েছিল ৪৬ হাজার ৮৫৭ কোটি টাকা, যা মোট বরাদ্দের ১৭.০৬ শতাংশ। তার আগে ২০২২-২৩ অর্থবছরের প্রথম পাঁচ মাসে এডিপি বাস্তবায়ন হয়েছিল ১৮.৪১ শতাংশ, ২০২১-২২ অর্থবছরে ১৮.৬১ শতাংশ এবং ২০২০-২১ অর্থবছরে ১৭.৯৩ শতাংশ।
এছাড়া, ২০১৯-২০, ২০১৮-১৯ ও ২০১৭-১৮ অর্থবছরের প্রথম পাঁচ মাসে যথাক্রমে এডিপি বাস্তবায়নের হার ছিল ১৯.২৪, ২০.১৫ ও ২০.১১ শতাংশ। আর ২০১৬-১৭, ২০১৫-১৬, ২০১৪-১৫, ২০১৩-২০১৪ ও ২০১২-২০১৩ অর্থবছরের একই সময় এডিপি বাস্তবায়ন হয়েছিল যথাক্রমে ১৯.১৩, ১৬.৮৪, ১৯.৫৮ শতাংশ, ১৯ শতাংশ ও ২৫ শতাংশ।
এদিকে, গত নভেম্বর মাসে এডিপি বাস্তবায়ন হয়েছে ৪.৪০ শতাংশ বা ১২ হাজার ২৩৬ কোটি টাকা। আর গত ২০২৩-২৪ অর্থবছরের একই সময় অর্থাৎ নভেম্বরে এডিপি বাস্তবায়ন হয়েছিল ৫.৫২ শতাংশ।