এক যুগ পর রাসেলের সঙ্গে সম্পর্কের ইতি টানলো কলকাতা

১ দিন আগে
দিল্লি ফ্র্যাঞ্চাইজির পর ২০১৪ সালে আন্দ্রে রাসেলের নতুন ঠিকানা হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। এরপর একটানা ১২ মৌসুম খেলে গেছেন তিনি। সহযোগিতা করেছেন দুটি শিরোপা জয়ে। বিদেশি হয়েও তিনি বনে গিয়েছিলেন কলকাতার ঘরের ছেলে। তবে তাদের সে সম্পর্ক আর স্থায়ী হচ্ছে না।

২০২৬ মৌসুমের নিলামের আগে তার সঙ্গে সম্পর্কের ইতি টানলো কলকাতার ফ্র্যাঞ্চাইজি। শনিবার (১৫ নভেম্বর) আইপিএলে ধরে রাখা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করা হয়েছে দলগুলো। সেখানে কলকাতা শিবিরে নেই রাসেলের নাম। এমনকি ছেড়ে দেওয়া হয়েছে ২৩.৭৫ কোটি রুপির বেঙ্কটেশ আইয়ারকেও।

 

গত বছর মেগা নিলামেও রাসেলকে ছেড়ে দেওয়া নিয়ে জল্পনা হয়েছিল। তবে শেষ পর্যন্ত রেখে দেওয়া হয়। অবশ্য পারফরম্যান্সে মন ভরাতে পারেননি তিনি। যত দিন যাচ্ছিল দলের ‘বোঝা’ হয়ে উঠছিলেন তিনি। ব্যাট হাতে একেবারেই ছন্দে ছিলেন না। বল হাতে দু-একটি ম্যাচে দলকে সাহায্যে করেছিলেন। এবার আর ৩৭ বছর বয়সী এ অলরাউন্ডারের উপর আস্থা রাখছে না কলকাতার ম্যানেজমেন্ট। তাই ডিসেম্বরের মিনি নিলামের আগে তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

আরও পড়ুন: ১৬ বছর পর রাজস্থানে ফিরে ‘অসাধারণ অনুভূতি’ জাদেজার

 

দুই মৌসুম দিল্লি ডেয়ার ডেভিলসের হয়ে খেলার পর ২০১৪ সালে কলকাতায় যোগ দেন। দলটির হয়ে জেতেন দুটি শিরোপা। সব মিলিয়ে আইপিএলে ১৪০টি ম্যাচ খেলেছেন রাসেল। ২৬৫১ রান করেছেন তিনি। চেন্নাইয়ের বিপক্ষে ৮৮ রানের ইনিংসই সর্বোচ্চ। ১২৩টি উইকেট নিয়েছেন। মুম্বাইয়ের বিপক্ষে ১৫ রানে ৫ উইকেট সেরা বোলিং ফিগার।

 

এদিকে রাসেল ছাড়াও বিদেশি আরও কিছু ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে কলকাতা। তালিকায় রয়েছেন মইন আলি, আনরিখ নরকিয়া, কুইন্টন ডি’কক, রহমানুল্লাহ গুরবাজ এবং স্পেন্সার জনসন। গত বছর মেগা নিলামে ২৩.৭৫ কোটি রুপিতে কেনা বেঙ্কটেশকেও ছেড়ে দিয়েছে কলকাতা।

 

আরও পড়ুন: কেকেআরের কোচিং প্যানেলে ওয়াটসন

 

নতুন আসরের আগে তারা ধরে রেখেছে অজিঙ্কা রাহানে, অঙ্গকৃশ রঘুবংশী, অনুকূল রায়, হারশিত রানা, মনিশ পান্ডে, রমনদীপ সিংহ, রিঙ্কু সিংহ, রভমান পাওয়েল, সুনীল নারাইন, উমরান মালিক, বৈভব অরোরা ও বরুণ চক্রবর্তীকে।

]]>
সম্পূর্ণ পড়ুন