চলতি বছর ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। অবসরের পরপরই বিসিবির পক্ষ থেকে বিভিন্ন কার্যক্রমে তাকে যুক্ত করার চেষ্টা করা হয়েছিল। গুঞ্জন আছে, আব্দুর রাজ্জাক নির্বাচকের দায়িত্ব ছাড়াই এই পদে আসতে পারেন রিয়াদ। তবে রিয়াদ এখনই এসবে যুক্ত হতে চান না। মাঠের ক্রিকেট চালিয়ে যেতে চান আরও ১-২ বছর।
চলতি এনসিএলে দীর্ঘদিন পর মাঠে নেমেছিলেন রিয়াদ। ঢাকা মেট্রোর হয়ে ১ ম্যাচে ২২ বলে ৪১ রানের ঝোড়ো ইনিংসও খেলেছিলেন। তবে ২৭ সেপ্টেম্বরের ওই ম্যাচের পর আর খেলা হয়নি তার। খোঁজ নিয়ে জানা গেছে, চোট খুব একটা গুরুতর নয়। চাইলে এনসিএল শেষ হওয়ার আগেই আবার মাঠে ফিরতে পারেন তিনি।
আরও পড়ুন: একটি শর্ত মানলেই ভারতকে ট্রফি ফিরিয়ে দেবেন নাকভি
তবে মাহমুদউল্লাহর পরিকল্পনায় আছে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আটলান্টা টি-২০। রিহ্যাভ শেষেই আমেরিকান ঘরোয়া টুর্নামেন্টটি খেলতে যাবেন এই ব্যাটার। সে কারণে এবারের এনসিএলে আর খেলা হবে না তার।
রিয়াদকে ছাড়া অবশ্য ভালোই বেগ পেতে হচ্ছে ঢাকা মেট্রোকে। রিয়াদকে নিয়ে প্রথম ম্যাচ জয়ের পর তার অনুপস্থিতিতে টানা দুই ম্যাচে হেরেছে নাঈম শেখের দল। আজ (৩০ সেপ্টেম্বর) চতুর্থ ম্যাচে অবশ্য ঘুরে দাঁড়িয়েছে তারা। সাদমান ইসলাম এবং আইচ মোল্লার ব্যাটে সিলেট ডিভিশনকে ২৩ রানে হারিয়েছে তারা।