এক মাস আগেই বিশ্বকাপের দল ঘোষণা করল পাকিস্তান

৩ সপ্তাহ আগে
যুব বিশ্বকাপের পর্দা উঠবে আগামী ১৫ জানুয়ারি। তার প্রায় এক মাস আগেই দল ঘোষণা করেছে পাকিস্তান।

চলমান যুব এশিয়া কাপে পাকিস্তান যে দল নিয়ে খেলছে, সেই দল থেকে একটি পরিবর্তন আনা হয়েছে বিশ্বকাপের স্কোয়াডে। বাঁহাতি স্পিনার মোহাম্মদ হুজাইফার জায়গায় স্কোয়াডে যুক্ত করা হয়েছে ডানহাতি পেসার উমর জাইবকে। যুব বিশ্বকাপেও পাকিস্তানকে নেতৃত্ব দেবেন ফারহান।


বিশ্বকাপের আগে আফগানিস্তান ও জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তানের যুবারা। প্রতিটি দল সবার বিপক্ষে দুইটি করে ম্যাচ খেলবে। বিশ্বকাপের স্কোয়াড নিয়েই ত্রিদেশীয় সিরিজ খেলবে তারা।


আরও পড়ুন: স্নিকোমিটারের অপসারণ চান স্টার্ক 


এদিকে যুব বিশ্বকাপে পাকিস্তানের গ্রুপে রয়েছে ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং জিম্বাবুয়ে।


বিশ্বকাপের জন্য পাকিস্তানের স্কোয়াড

ফারহান ইউসুফ (অধিনায়ক), উসমান খান, আব্দুল সুবহান, আহমেদ হোসেন, আলী হাসান, আলী রাজা, দানিয়াল আলী খান, হামজা জাহর, হুজাইফা আহসান, মমিন কামার, মোহাম্মদ সায়েম, মোহাম্মদ সায়ান, নিকাব শফিক, সামির মিনহাজ এবং উমর জাইব। 

]]>
সম্পূর্ণ পড়ুন