বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) পশ্চিম সুন্দরবনের বাটুলা নদীতে মাছ ধরার সময় ওই জাতভোল মাছটি ধরা পড়ে। শনিবার (১৪ ডিসেম্বর) বিকালে জেলের নিজ বাড়িতে এ মাছ নিলামের মাধ্যমে বিক্রি করা হয়।
খুলনা, কয়রা ও শ্যামনগর থেকে বেশ কয়েকজন মাছ ব্যবসায়ী আসেন মাছটি কিনতে। জাতভোল মাছটি কিনেন শ্যামনগর সোনার মোড় এলাকার মাছ ব্যবসায়ী আব্দুস সাত্তার ৩ লাখ ১০ হাজার টাকায়। এছাড়াও বকশিশ হিসেবে জেলে আকবর আলী মোড়লকে দেয়া হয় আরও দুই হাজার টাকা।
আরও পড়ুন: জেলের জালে ২৬ কেজি ওজনের কোরাল মাছ
জেলে আকবর আলী মোড়ল বলেন, এই প্রথম এতবড় মাছ তার জালে ধরা পড়েছে। সুন্দরবন থেকে এত বড় মাছ ধরতে পেরে আমি খুব খুশি।