এক মাছের দাম ৩ লাখ ১০ হাজার টাকা

৪ সপ্তাহ আগে
সাতক্ষীরা রেঞ্জের সুন্দরবনের বাটুলা নদীতে আকবর আলী মোড়ল নামে এক জেলের জালে ধরা পড়ল সাড়ে ৩২ কেজি ওজনের একটি জাতভোল মাছ। যা ৩ লাখ ১০ হাজার টাকায় বিক্রি করেছেন জেলে আকবর আলী মোড়ল।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) পশ্চিম সুন্দরবনের বাটুলা নদীতে মাছ ধরার সময় ওই জাতভোল মাছটি ধরা পড়ে। শনিবার (১৪ ডিসেম্বর) বিকালে জেলের নিজ বাড়িতে এ মাছ নিলামের মাধ্যমে বিক্রি করা হয়।


খুলনা, কয়রা ও শ্যামনগর থেকে বেশ কয়েকজন মাছ ব্যবসায়ী আসেন মাছটি কিনতে। জাতভোল মাছটি কিনেন শ্যামনগর সোনার মোড় এলাকার মাছ ব্যবসায়ী আব্দুস সাত্তার ৩ লাখ ১০ হাজার টাকায়। এছাড়াও বকশিশ হিসেবে জেলে আকবর আলী মোড়লকে দেয়া হয় আরও দুই হাজার টাকা।  


আরও পড়ুন: জেলের জালে ২৬ কেজি ওজনের কোরাল মাছ


জেলে আকবর আলী মোড়ল বলেন, এই প্রথম এতবড় মাছ তার জালে ধরা পড়েছে। সুন্দরবন থেকে এত বড় মাছ ধরতে পেরে আমি খুব খুশি।

]]>
সম্পূর্ণ পড়ুন