আগামী ১৩ নভেম্বর ইউক্রেনের বিপক্ষে এবং ১৬ নভেম্বর আজারবাইজানের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলবে ফ্রান্স। সেই ম্যাচের জন্য বৃহস্পতিবার (৬ নভেম্বর) ২৪ সদস্যের দল ঘোষণা করেছেন দিদিয়ের দেশম।
চেলসি ছেড়ে ২০২৩ সাল থেকে সৌদি প্রো লিগের ক্লাব আল ইত্তিহাদে খেলছেন কন্তে। বয়স ৩৪ পার করলেও এখনও দমিয়ে যাননি বিশ্বকাপ জয়ী এই তারকা।
আরও পড়ুন: মার্টিনেজকে বাদ দিয়েই আর্জেন্টিনার দল ঘোষণা
এদিকে ফ্রান্সের দলে কন্তের ডাক পাওয়া নিয়ে দেশম বলেন, ‘সে এখন তার সেরা ছন্দে আছে। আমি যখন তাকে দলে ডাকি, তা শুধু দলের অংশ হওয়ার জন্য নয়, বরং গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য।’
ইউরোপের বিশ্বকাপ বাছাইপর্বে গ্রুপ–‘ডি’ তে চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে ফ্রান্স। সাত পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা ইউক্রেন। ইউক্রেনকে হারালেই ২০২৬ বিশ্বকাপের টিকিট পেয়ে যাবে ১৯৯৮ ও ২০১৮ বিশ্বকাপ জেতা দলটি।
ফ্রান্সের স্কোয়াড
গোলকিপার: লুকাস শেভালিয়ে, মাইক ম্যানিয়াঁ এবং ব্রাইস সাম্বা।
ডিফেন্ডার: লুকাস দিগনে, মাওলো গুস্তো, লুকাস হার্নান্দেজ, থিও হার্নান্দেজ, ইব্রাহিমা কোনাতে, জুলস কুন্দে, উইলিয়াম সালিবা এবং দায়োত উপামেকানো।
মিডফিল্ডার: এদুয়োর্দো কামাভিঙ্গা, এন’গোলো কন্তে, মনু কোনো, মাইকেল অলিসে এবং ওয়ারেন জায়ির-এমেরি।
ফরোয়ার্ড: মাগনেস আক্লিউশ, ব্রাডলি বারকোলা, রায়ান শেরকি, হুগো একিতিকে, র্যান্ডাল কোলো মুয়ানি, ইয়ান-ফিলিপ মাতেতা, কিলিয়ান এমবাপ্পে এবং ক্রিস্টোফার এনকুনকু।

২ সপ্তাহ আগে
৪






Bengali (BD) ·
English (US) ·