বিশেষজ্ঞরা বলছেন, লিভারে সাধারণত সামান্য ফ্যাট থাকে। তবে এই ফ্যাটের আধিক্য হলেই সমস্যা। সে ক্ষেত্রে লিভার ফাইব্রোসিস ও সিরোসিসের মতো অসুখ দেহে বাসা বাধে।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন থেকে জানা যায়, ঘরোয়া উপায়েই এ সমস্যার সমাধান করা যেতে পারে। এরজন্য ডায়েটে নিয়মিত রাখতে হবে একটি পানীয়।
ডায়েটেশিয়ানরা বলছেন, লিভারে ফ্যাট জমার সমস্যা থেকে রেহাই দিতে পারে কফি। এদিকে ভারতীয় গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট শুভম বৎসও বলছেন একই কথা।
নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি ভিডিও আপলোড করে তিনি বলেন, কেবল সকালের ঘুমভাব কাটাতেই নয়, কফি কিন্তু লিভারের দাওয়াইও হতে পারে।
গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট শুভম বৎস আরও বলেন, তবে এ কফি খেতে হবে দুধ, চিনি ছাড়া। কালো কফি লিভারের জন্য বেশ ভালো। শুধু তাই নয়, এটি লিভারে জমে থাকা ফ্যাট গলিয়ে দিতে পারে এবং লিভারকে দীর্ঘমেয়াদি ক্ষতির হাত থেকেও রক্ষা করতে পারে।
আরও পড়ুন: ১০ মিনিটে তলপেটের মেদ কমানোর টিপস দিলেন ভাগ্যশ্রী
এদিকে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেল্থ-এর একটি রিপোর্ট থেকে জানা যায়, লিভারের রক্ষাকবচ হিসেবে কাজ করতে পারে কালো কফি। এটি লিভারের সমস্যা যেমন দূর করে, তেমনি ক্যানসারের ঝুঁকিও কমায়।
আরও পড়ুন: পেট ও নিতম্বের চর্বি কমায় যে আসন
দিনে কতটুকু ব্ল্যাক কফি খাবেন?
চিকিৎসক শুভম বলেন, দিনে তিন থেকে চার কাপ ব্ল্যাক বা কালো কফি খেলেই যথেষ্ট। এতেই লিভারের স্বাস্থ্য ভালো হবে, বিপাক হার বাড়বে, শরীরে ফ্যাট জমার মাত্রাও কমবে।
]]>