এর আগে তৃতীয় রাউন্ডে এক দিনে অনুষ্ঠিত হয়েছিল পাঁচ ম্যাচ। সেই পাঁচ ম্যাচে গোল হয়েছিল ৩৫টি। আর চতুর্থ রাউন্ডে আজ গোল হলো ৪৯টি।
রাজধানীর কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শনিবার চতুর্থ রাউন্ডে সবচেয়ে বড় জয়টি পেয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। করাচিপাড়া একাদশকে তারা হারিয়েছে ১৮-০ গোলে।
দিনের প্রথম ম্যাচে বাংলাদেশ আনসারের মুখোমুখি হয়েছিল নাসরিন একাডেমি। আনসারের বিপক্ষে ৭-১ গোলে হেরেছে লিগের শিরোপাধারীরা। লিগে এটি নাসরিন একাডেমির টানা চতুর্থ হার। আনসার ও ভিডিপির জয়ের ম্যাচে একাই পাঁচ গোল করেছেন উমহেলা। বাকি দুই গোল করেছেন মামনি চাকমা ও সুইচিঙ্গমা মারমা।
আরও পড়ুন: বিশ্বকাপ সামনে রেখে জাতীয় দলে ফিরতে সর্বোচ্চ চেষ্টা নেইমারের
নাসরিন একাডেমির হয়ে একমাত্র গোলটি করেন পপি রানী। চলতি লিগে এটি তাদের প্রথম গোল। সব মিলিয়ে চার ম্যাচে ৪২টি গোল হজম করেছে নাসরিন একাডেমি।
পরের ম্যাচে কাচারিপাড়া একাদশের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ সেনাবাহিনী। ম্যাচের দ্বিতীয় মিনিটেই প্রতিপক্ষের জালে তাদের গোল উৎসবের শুরু। প্রথমার্ধেই ৮ বার জালের দেখা পায় সেনাবাহিনী। দ্বিতীয়ার্ধে জালের দেখা পায় আরও দশবার।
সেনাবাহিনীর হয়ে হ্যাটট্রিক করেছেন ৩ জন। এদের মধ্যে উন্নতি খাতুন গোল করেছেন ৬টি, সুলতানা ৪টি ও তনিমা বিশ্বাস ৩টি। দুটি করে গোল করেছেন অর্পিতা বিশ্বাস ও বৃষ্টি আক্তার। একটি গোল করেছেন হালিমা খাতুন।
আরও পড়ুন: হলিউড রূপকথায় নতুন অধ্যায় রেক্সহ্যামের
দিনের তৃতীয় ম্যাচে ঢাকা রেঞ্জার্সকে ৭-০ গোলে হারিয়েছে সদ্যপুস্করনী যুব স্পোর্টিং ক্লাব। চতুর্থ মিনিটে দলকে লিড এনে দেন জান্নাতুল ফেরদৌস ঝিনুক। এরপর ২০ ও ৩১তম মিনিটে আরও দুটি গোল হ্যাটট্রিক পূরণ করেন তিনি। ৮৭তম মিনিটে চতুর্থ গোল করেন ঝিনুক। বাকি তিন গোলদাতা শিলা আক্তার, অনন্যা খানম ও আয়াত সিনহা।
চতুর্থ ম্যাচে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব ৯-০ গোলে হারিয়েছে সিরাজ স্মৃতি সংসদকে। এই ম্যাচে হ্যাটট্রিক করেছেন শামসুন্নাহার জুনিয়র ও মারিয়া মান্দা। ম্যাচের ৬ মিনিটে প্রথম গোল করেন শামসুন্নাহার জুনিয়র। এরপর ১০ ও ৩৬তম মিনিটে গোল করে হ্যাটট্রিক পূরণ করেন তিনি। এরপর ৬৩তম মিনিটে করেন ব্যক্তিগত চতুর্থ গোল। এছাড়া ফরাশগঞ্জের পুজা ও শামসুন্নাহার সিনিয়র একটি করে গোল করেন।
দিনের পঞ্চম ম্যাচে বাংলাদেশ পুলিশকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে রাজশাহী স্টার্স। এই ম্যাচেই কেবল হ্যাটট্রিক পায়নি কেউ। জোড়া গোল করেছেন ঋতুপর্ণা চাকমা। এছাড়া শাহেদা আক্তার রিপা, দিপা শাহী, সুরভি আকন্দ প্রীতি ও আফঈদা খন্দকার একটি করে গোল করেছেন। আত্মঘাতী গোল হয়েছে একটি।
]]>
৪ দিন আগে
২








Bengali (BD) ·
English (US) ·