এক ওভার বিরতিতে ফিরলেন লিটন-নাঈম

১ সপ্তাহে আগে
তৃতীয় দিনেই ইনিংস হারের শঙ্কায় কাঁপছিল বাংলাদেশ। শেষ ভরসা বলতে ছিলেন লিটন দাস। কিন্তু চতুর্থ দিনে এক ওভারও টিকলেন না লিটন। উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরলেন সাজঘরে। ইনিংস ব্যবধানে জয়ের পথে শ্রীলঙ্কা।

শনিবার (২৮ জুন) কলম্বো টেস্টের চতুর্থ দিনে ব্যাট করছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখার সময় ১২৪ রানে অষ্টম উইকেট হারিয়েছে বাংলাদেশ। চতুর্থ  দিনের খেলা মাঠে গড়ানোর পর এক ওভার বিরতিতে দুই উইকেট হারাল টাইগাররা। জয়াসুরিয়ার বলে  নাঈম এগিয়ে এসে খেলতে গিয়ে স্টাম্পিংয়ের শিকার হওয়ার আগে উইকেটের পেছনে ক্যাচ দেন লিটন দাস।


৩৯.৩ ওভারে জয়াসুরিয়ার বল ফরোয়ার্ড ডিফেন্সে খেলতে গিয়ে ব্যাটের কানায় লাগিয়ে ক্যাচ দেন। কুশল মেন্ডিস সহজেই ক্যাচ নেন। আউট হওয়ার আগে ৪৩ বলে ১৪ রান করেন এই উইকেটকিপার।


এক ওভার পর ফিরে নাঈমকেও বিদায় করেন জয়াসুরিয়া। এই স্পিনারের বলে স্টাম্পিংয়ের শিকার হন তিনি। নাঈম করেন ৫ রান। 


আরও পড়ুন: 'দায়টা শুধু ক্রিকেটারদের না'


এর আগে তৃতীয় দিনে ব্যাট করতে নেমে ৩৮.৪ ওভারে ৬ উইকেটে ১১৫ রান নিয়ে দিন শেষ করেছিল টাইগাররা। 


 

]]>
সম্পূর্ণ পড়ুন