ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি ফুটবলার পার্ক জি সাং। অফুরন্ত দমের কারণে অনেকে এই দক্ষিণ কোরিয়ানকে তিন ফুসফুসের ফুটবলার বলে থাকেন। তার সঙ্গে তুলনা করা হয় মাইনজের লি জাই সাংকে। নামে অনেকটা মিল থাকলেও তাদের রক্তের সম্পর্ক নেই। মিল শুধু জাতীয়তা আর ওই দমে। তার আগুনে পুড়ে মাইনজের কাছে ২-১ গোলে হারল বায়ার্ন মিউনিখ। জোড়া গোল করেছেন সাং, হ্যারি কেনবিহীন বায়ার্নের গোলটি লেরয় সানের। গত মেতে দায়িত্ব নেয়া ভিনসেন্ট কোম্পানির অধীনে বায়ার্ন মিউনিখের এটা প্রথম হার, এবারের মৌসুমেও প্রথম। সব প্রতিযোগিতা মিলিয়ে সংখ্যাটি ৪।
বুন্দেসলিগায় ১৪ ম্যাচের মধ্যে ১০টিতেই জিতেছে বায়ার্ন, ড্র ৪টি। স্থানও সেই পয়েন্ট টেবিলের শীর্ষে। ৩৩ পয়েন্ট আর ৩০ গোল ব্যবধান তাদের। গত মৌসুমের চ্যাম্পিয়ন লেভারকুসেন ২৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। ২২ পয়েন্ট নিয়ে মাইনজ উঠেছে ছয়ে।
আরও পড়ুন: প্রত্যাবর্তনের গল্প লিখেও জয়বঞ্চিত রিয়াল, শীর্ষেই থাকল বার্সা
মেওয়া অ্যারেনায় ৪০ মিনিটে এগিয়ে যায় মাইনজ। বাঁপ্রান্ত থেকে উড়িয়ে মারা শটে বায়ার্নের বক্সে বল পান আরমিন্দো সিয়েব। তার শট মাইকেল অলিসের গায়ে লেগে বাঁক খায়। সেই বল পেয়ে গোল করেন সাং। ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় দলটি।
৬০ মিনিটে দ্বিতীয় গোলটি করেন সাং। আরমিন্দোর পাসে পোস্টের কাছেই বল পান তিনি। ঘুরে নেয়া শট ঠেকাতে পারেননি ডানিয়েল পেরেজ। জালে একমাত্র শট নিয়ে বায়ার্ন ৮৭ মিনিটে গোল পেলেও আর ঘুরে দাঁড়াতে পারেনি। হার নিয়েই মাঠ ছাড়তে হয় তাকে।