এক উপায়েই দূর হবে দাঁতের কালো দাগ

২ সপ্তাহ আগে
নানা কারণে দাঁতে হলুদ ও কালো দাগ দেখা দিতে পারে। এ দাগ সৌন্দর্য ও আত্মবিশ্বাস কমিয়ে দেয়। তাই ঘরোয়া উপায়ে বাড়িতেই দাঁতের যত্ন নিতে পারেন। দাঁতে ফিরিয়ে আনতে পারেন সাদা শুভ্রতার ছোঁয়া।

সাধারণত দাঁতের অযত্ন, তামাক সেবন, নিয়মিত ওষুধ খাওয়া, পান মশলা খাওয়া কিংবা অতিরিক্ত মাত্রায় চা বা কফি পান করার কারণে দাঁতের স্বাভাবিক শুভ্রতা হারিয়ে যায়।

 

দাঁতের সাদার শুভ্রতা ফিরে পেতে বাড়িতে থাকা হলুদ, লেবুর রস, লবণ ও সরিষা তেল কাজে লাগাতে পারেন।

 

পেস্ট তৈরি: ১ চামচ পরিমাণ হলুদ, লেবুর রস, লবণ ও সরিষা তেল এক সঙ্গে মিশিয়ে প্রথমে আঙুল দিয়ে দাঁতে আলতো করে ঘেষে ঘষে লাগান।

 

আরও পড়ুন: কোন জটিল রোগে দাঁত কিংবা মাড়ি থেকে রক্ত পড়ে, জানেন?

 

এরপর টুথব্রাশ দিয়ে দাঁতের কোণায় জমে থাকা ময়লায় ঘষুন। ১ মিনিট পর মুখ পানি দিয়ে ধুয়ে নিন। সপ্তাহে অন্তত দুই দিন এ উপায়ে দাঁত ব্রাশ করলেই কোনো ক্ষতি ছাড়াই প্রাকৃতিকভাবে দাঁত হয়ে উঠবে ঝকঝকে সাদা।

 

আরও পড়ুন: শিশুর কত বছর থেকে দাঁত ব্রাশ করা যায়?

]]>
সম্পূর্ণ পড়ুন