এক আম বিক্রি হলো ১৬০০ টাকায়!

৩ সপ্তাহ আগে
কিশোরগঞ্জের ইটনায় একটি আমই বিক্রি হয়েছে ১৬০০ টাকায়।

শুক্রবার (১০ জানুয়ারি) উপজেলার মৃগা ইউনিয়নের লাইমপাশা পশ্চিমপাড়া বায়তুল-আমান জামে মসজিদে জুমার নামাজের আগে নিলাম ডাকে আমটি বিক্রি করা হয়। ওই মসজিদের ইমাম মাওলানা মাসুম বিল্লাহ সর্বোচ্চ দামে এটি কিনে নেন।

 

মুসল্লিরা জানান,, মহল্লা থেকে মসজিদে দান করা সব কিছু জুমার নামাজের আগে নিলামে বিক্রি করা হয়। এতে অংশ নিয়ে মহল্লার মুসল্লিরা স্বেচ্ছায় অতিরিক্ত দামে কিনে নিয়ে যান। আমের পাশাপাশি আজ এক হালি ডিম ২০০ টাকায় বিক্রি হয়েছে।


আরও পড়ুন: কিশোরগঞ্জে ওরশের নামে অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবি

 

মাওলানা মাসুম বিল্লাহ বলেন, ‘মসজিদে দানের জিনিসপত্রগুলো উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করা হয়। এসব টাকা মসজিদের উন্নয়ন কাজে ব্যয় করা হয়। মসজিদের জিনিসপত্র কিনে নেয়াতেও বরকত রয়েছে। বরকতের উসিলায় আমটি এত দামে কিনেছি।


আরও পড়ুন: অপকর্মের সবটাই করেছেন কিশোরগঞ্জের সাবেক এমপি আফজাল!

 

এর আগে গত শুক্রবার লাইমপাশা পশ্চিমপাড়া বায়তুল-আমান জামে মসজিদে দানে পাওয়া একটি লেবু ৪০০ টাকায় বিক্রি করা হয়েছিল।
 

]]>
সম্পূর্ণ পড়ুন