এইচএসসির ফল‌: ঢাকা বোর্ডে বৃত্তি পেলেন ৩১৮৬ শিক্ষার্থী

৩ সপ্তাহ আগে
ঢাকা শিক্ষা বোর্ডে ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে ৩ হাজার ১৮৬ শিক্ষার্থী বৃত্তি পেয়েছেন। তাদের মধ্যে ৩৬৫ জন শিক্ষার্থী মেধাবৃত্তি এবং ২ হাজার ৮২১ শিক্ষার্থী সাধারণ বৃত্তির জন্য মনোনীত হয়েছেন।

রোববার (১৫ ডিসেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে বৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়।


মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাসিক ৮২৫ টাকা এবং বছরে এককালীন ১ হাজার ৮০০ টাকা দেয়া হবে। আর সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা মাসে ৩৭৫ টাকা এবং বছরে এককালীন ৭৫০ টাকা পাবেন।


বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা বিনা বেতনে পড়ার সুযোগ পাবেন। সরকার অনুমোদিত কোনো শিক্ষাপ্রতিষ্ঠান বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কাছ থেকে কোনো মাসিক বেতন দাবি করলে ওই শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।


বৃত্তির মেয়াদ ২০২৪ সালের জুলাই মাস থেকে কোর্সের মেয়াদকালীন সময় পর্যন্ত।


বৃত্তির শর্তে বলা হয়েছে, শিক্ষার্থীদের সদাচরণ, নিয়মিত উপস্থিতি ও সন্তোষজনক পাঠোন্নতি সাপেক্ষে বৃত্তি প্রদান করা হবে। কোনোভাবেই অনিয়মিত শিক্ষার্থী বৃত্তি পাবে না।


বৃত্তিগুলোর সংখ্যা, হার ও মেয়াদ নির্ধারিত। তবে প্রয়োজনবোধে সরকার কোনো কারণ না দেখিয়েই তা পরিবর্তন বা বাতিল করতে পারবে।
জিটুপি পদ্ধতিতে ইএফটির মাধ্যমে ব্যাংক হিসাবে বৃত্তির টাকা পাঠানো হবে। বৃত্তির ব্যয় চলতি অর্থবছরের রাজস্ব বাজেটের বৃত্তি বা মেধাবৃত্তি খাত থেকে নির্বাহ করা হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন