এইচএসসির চতুর্থ দিনে বহিষ্কার ৯৩

১ সপ্তাহে আগে
এইচএসসি ও সমমান পরীক্ষার চতুর্থ দিনে সারা দেশে অনুপস্থিত ছিলেন ২৫ হাজার ৬৪৫ পরীক্ষার্থী। এদিন অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার হয়েছেন ৯৩ পরীক্ষার্থী। তাদের মধ্যে ৭৩ জন এইচএসসির, ৬ জন আলিমের এবং ১৪ জন কারিগরির।

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে ১১টি শিক্ষা বোর্ডের মোর্চা বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ তথ্য জানিয়েছে।


জানা গেছে, বৃহস্পতিবার এইচএসসির ৯টি সাধারণ ধারার শিক্ষা বোর্ডের অধীন ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় ৯ লাখ ৯২ হাজার ১০১ জন পরীক্ষার্থী অংশ নেন। এতে অনুপস্থিত ছিলেন ১৮ হাজার ৯১৪ জন পরীক্ষার্থী। ১ হাজার ৬০০টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।


অসদুপায় অবলম্বনের দায়ে এদিন ৭৩ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়। এর মধ্যে ঢাকা বোর্ডে ১১ জন, রাজশাহী বোর্ডে ৪ জন, কুমিল্লা বোর্ডে ১৪ জন, যশোর বোর্ডে ৫ জন, চট্টগ্রাম বোর্ডে ১০ জন, সিলেট বোর্ডে ২ জন, বরিশাল বোর্ডে ৯ জন, দিনাজপুর বোর্ডে ৫ জন ও ময়মনসিংহ বোর্ডে ১৩ জন রয়েছেন।


আরও পড়ুন: এইচএসসি পরীক্ষার্থী মাহিরাকে চেতনানাশক দিয়ে অজ্ঞান করেন এক নারী


মাদ্রাসা বোর্ডে আলিমের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় ৭৯ হাজার ৪৪৩ জন পরীক্ষার্থী অংশ নেন। অনুপস্থিত ছিলেন ৪ হাজার ৭০০ জন। এ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৬ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
 

অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডের অধীন বিজনেস ইংলিশ অ্যান্ড কমিউনিকেশন পরীক্ষায় ৯৯ হাজার ৩৬৬ পরীক্ষার্থী অংশ নেন। অনুপস্থিত ছিলেন ২ হাজার ৩১ জন। এ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১৪ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

]]>
সম্পূর্ণ পড়ুন