এইচএসসিতে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের সাফল্য

১ সপ্তাহে আগে
এবার এইচএসসি পরীক্ষায় অনন্য সাফল্য অর্জন করেছে রাজধানীর বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ। অসাধারণ এই অর্জনের পেছনে রয়েছে কলেজের শিক্ষার্থীদের নিষ্ঠা, শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম এবং অধ্যক্ষের দূরদর্শী নেতৃত্ব ও পরিকল্পনা।

চলতি বছরে কলেজ থেকে মোট ১,৭৮০ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১,৭৭৮ জন। পাসের হার ৯৯.৮৯ শতাংশ। জিপিএ-৫ অর্জন করেছে মোট ৮৭৪ শিক্ষার্থী।

 

প্রতিষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক এবং অতিরিক্ত মহাপরিচালক (সদর) ও কলেজের সভাপতি এই অসামান্য ফলাফলে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন তারা।

 

বিভাগভিত্তিক ফলাফলে দেখা যায়, বিজ্ঞান বিভাগে ১,২২৪ পরীক্ষার্থী অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছেন ৭৫০ জন। ব্যবসায় শিক্ষা বিভাগে ৩৮২ জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৭৯ জন, এবং মানবিক বিভাগে ১৭২ জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৪৫ শিক্ষার্থী।


আরও পড়ুন: ঢাকায় এইচএসসির ফলাফলে সেরা ১০টি কলেজ

 

এই অনন্য সাফল্যের জন্য কলেজজুড়ে এখন উৎসবের আমেজ। কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মো. আবু সাঈদ বলেন, ‘আমরা এ ফলাফলে অত্যন্ত সন্তুষ্ট। শিক্ষার্থীদের পরিশ্রম ও শিক্ষকদের নিবেদনই এ অর্জনের মূল ভিত্তি। আল্লাহ তায়ালার অশেষ কৃপায় আমাদের এই সাফল্য সম্ভব হয়েছে।’

 

এই সাফল্যের পেছনে কলেজের সম্মানিত শিক্ষকবৃন্দের নিষ্ঠা ও পরিশ্রম উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে বলে মনে করেন কলেজটির অধ্যক্ষ। তিনি বলেন, তারা কঠোর পরিশ্রম করে শিক্ষার্থীদের পাঠদানে সর্বোচ্চ মনোযোগী করে তুলেছেন।

 

এর আগে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় দেশের শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সব পরীক্ষা কেন্দ্র বা শিক্ষা প্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে ফল প্রকাশ করা হয়।

 

দেশের ৯টি সাধারণ ও কারিগরি এবং মাদরাসা বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ। এবার সারা দেশে জিপিএ-৫ পেয়েছেন ৬৯ হাজার ৯৭ শিক্ষার্থী। এবার সব চেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছেন ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা। এই বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ২৬ হাজার ৬৩ জান।

আরও পড়ুন: কোন বোর্ডে কতজন পেলেন জিপিএ-৫?

 

এছাড়া রাজশাহী বোর্ডে ১০ হাজার ১৩৭ জন, দিনাজপুর বোর্ডে ৬ হাজার ২৬০ জন, চট্টগ্রাম বোর্ডে ৬ হাজার ৯৭ জন, যশোর বোর্ডে ৫ হাজার ৯৯৫ জন, মাদ্রাসা বোর্ডে ৪ হাজার ২৬৮ জনম, কুমিল্লা ২ হাজার ৭০৭ জন, ময়মনসিংহ বোর্ডে ২ হাজার ৬৮৪ জন, বরিশাল বোর্ডে ১ হাজার ৬৭৪ জন, কারিগরি বোর্ডে ১ হাজার ৬১০ জন ও সিলেট বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৬০২ জন।

 

এবার এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা গত ১৯ আগস্ট শেষ হয়। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয় ২১ থেকে ৩১ আগস্ট পর্যন্ত। ১২ লাখেরও বেশি পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।

 

মোট ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় বসেন ১২ লাখ ৫১ হাজার ১১১ শিক্ষার্থী। তাদের মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ৯৬ ছাত্রী। সারাদেশে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা হয়।

 

ঢাকা বোর্ডে পরীক্ষার্থী ২ লাখ ৯১ হাজার ২৪১, রাজশাহীতে ১ লাখ ৩৩ হাজার ২৪২, কুমিল্লায় ১ লাখ ১ হাজার ৭৫০, যশোরে ১ লাখ ১৬ হাজার ৩১৭ ও চট্টগ্রামে ১ লাখ ৩৫ জন। এ ছাড়া বরিশালে পরীক্ষার্থী ৬১ হাজার ২৫, সিলেটে ৬৯ হাজার ৬৮৩, দিনাজপুরে ১ লাখ ৩ হাজার ৮৩২ এবং ময়মনসিংহে ৭৮ হাজার ২৭৩ জন। মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষার্থী ৮৬ হাজার ১০২ জন। কারিগরি বোর্ডের অধীনে পরীক্ষার্থী ১ লাখ ৯ হাজার ৬১১ জন।

]]>
সম্পূর্ণ পড়ুন