এইচএসসি পরীক্ষার ২য় দিনে অনুপস্থিত ২২ হাজার ৩৯১ পরীক্ষার্থী, বহিষ্কার ৪১

৫ দিন আগে
চলমান উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে কেন্দ্রে যাননি ২২ হাজার ৩৯১ শিক্ষার্থী এবং বিভিন্ন অনিয়ম ও শৃঙ্খলাভঙ্গের দায়ে বহিষ্কার করা হয়েছে ৪১ জনকে।

রোববার (২৯ জুন) আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবিরের সই করা বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানানো হয়েছে।

 

আরও পড়ুন: জামালপুরে ১৭ শিক্ষার্থীকে প্রবেশপত্র দিতে না পারা সেই কলেজের কার্যক্রম বন্ধ

 

আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, দেশের নয়টি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসির বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষায় অংশ নেন ৯ লাখ ১৭ হাজার ৬৪১ শিক্ষার্থী। অনুপস্থিত ছিল ১৫ হাজার ৮৯৮ জন। বহিষ্কার করা হয় ২৩ পরীক্ষার্থীকে।

 

এ ছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আরবি প্রথমপত্র ও আরবি সাহিত্য বিষয়ের পরীক্ষায় ৪ হাজার ৪৯১ জন এবং কারিগরি বোর্ডের অধীনে ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষায় ২ হাজার ২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

 

এ দিন মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে ১০ জন ও কারিগরি শিক্ষা বোর্ড থেকে আট জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

 

]]>
সম্পূর্ণ পড়ুন