বৃহস্পতিবার (২৬ জুন) প্রথমদিনে জেলার মোহনগঞ্জ কারিগরি ও বাণিজ্যিক কলেজ কেন্দ্রে পরিদর্শনকালে এই বহিষ্কারাদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মোহনগঞ্জ ভূমি সহকারী কমিশনার (এসিল্যান্ড) এম এ কাদের।
তিনি জানান, প্রথম পরীক্ষার দিনে ৫৮০২৮ নম্বর কলেজ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিলেন ৩৪৮ জন। তাদের মধ্যে ৩২৪ জন উপস্থিত হয়ে পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা শুরু হলে পরিদর্শনকালে চার পরীক্ষার্থীর সঙ্গে মোবাইল ফোন ও অবৈধ কাগজ পাওয়া তাদের বহিষ্কার করা হয়। বহিষ্কৃত ছাত্রদের রোল নম্বর ৭৫৮৭১২, ৭৫৭৮০২, ৭৫৮৬০১ ও ৭৫৮৬৪২। পরের পরীক্ষাগুলো তারা যথারীতি নিয়ম মেনে দিতে পারবে। একদিনের জন্যই এ বহিষ্কারাদেশ দেয়া হয়েছে।
আরও পড়ুন: এইচএসসি: ঝালকাঠিতে ৯ শিক্ষককে অব্যাহতি, ৩ পরীক্ষার্থী বহিষ্কার
মোহনগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুয়েল আহমেদ সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলার সব কেন্দ্রে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে। যারা নিয়ম বহির্ভূত কাজ করেছে তাদের বহিষ্কার করা হয়েছে।