এই জন্মে শুভশ্রী তার নাম থেকে আমাকে সরাতে পারবে না: দেব

২ সপ্তাহ আগে
হঠাৎই টালিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলিকে নিয়ে অব্যক্ত কথা প্রকাশ করেছেন অভিনেতা দীপক অধিকারী দেব। ‘ধুমকেতু’ সিনেমার প্রচারে এসে দীর্ঘ ৯ বছর পর স্মৃতির পাতা থেকে অভিনেত্রীকে নিয়ে একের পর এক নিজের মনের কথা ব্যক্ত করছেন অভিনেতা।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, সম্প্রতি এক সাক্ষাৎকারে দেব জানান, শুভশ্রীর নামের পাশ থেকে তার নাম সরানো যাবে না।

 

দেব বলেন,

আমি ওরকম জায়গায় যেতামই না, যেখানে জানতাম শুভশ্রী থাকবে, বা শুভশ্রীর সঙ্গে দেখা হবে। তারপরও আমাদের নিয়ে চর্চা হয়েছে। এটা সত্যি যে, এই জন্মে না শুভশ্রী তার নাম থেকে দেবকে সরাতে পারবে না, আমিও আমার নাম থেকে শুভশ্রী সরাতে পারব না অনস্ক্রিন জুটি হিসেবে।

 

দেব আরও বলেন,

কারণ একটা প্রজন্ম একটা সময় আমাদের সঙ্গে ছিল। আজ তারা বড় হয়েছে, কিন্তু ভক্ত হিসেবে আমাদের ভুলেনি। আমাদের সিনেমা ভুলেনি। ‘চোখের জলে’ গানটি এখনও প্রচুর মানুষ শোনে। এই গানটা বেঁচে থাকলে দেব-শুভশ্রী এমনি বেঁচে থাকবে।

 

সবশেষে এ অভিনেতা বলেন,

দেব-শুভশ্রী শুধু ব্যক্তিগত জীবনের জন্য বিখ্যাত হয়নি, আমরা আমাদের কাজের জন্যও খ্যাতি পেয়েছিলাম। আমরা এমন এমন কাজ দিয়েছি যা ইতিহাস হয়ে রয়ে গিয়েছে। তাই এই জন্মে না শুভশ্রী তার নাম থেকে দেবকে সরাতে পারবে, না আমি আমার নাম থেকে শুভশ্রী সরাতে পারব।

 

একটা সময় টালিউড সুপারস্টার দেবের সঙ্গে শুভশ্রীর প্রেমের সম্পর্ক ছিল ওপেন সিক্রেট। এ জুটি দর্শক জনপ্রিয়তাতেও ছিল তুঙ্গে। কিন্তু কোনো এক অজানা কারণে তাদের সম্পর্ক ভেঙে যায়। সম্পর্ক ভাঙার মুহূর্তে এ জুটি ২০১৫ সালে সর্বশেষ অভিনয় করছিলেন ‘ধূমকেতু’ সিনেমায়।

 

আরও পড়ুন: ‘৯ বছরে আমরা একটা কথাও বলিনি’

 

সিনেমার কাজ ২০১৩ সালে শুরু হয়। দুই বছর সিনেমার শুটিং চলে। কিন্তু শেষে একাধিক কারণে ছবিটি মুক্তির পথে হাঁটতে পারেনি। অবশেষে দীর্ঘ ৯ বছর পর প্রেক্ষাগৃহে ‘ধূমকেতু’ মুক্তি পাচ্ছে আগামী ১৪ আগস্ট।

 

আরও পড়ুন: দুই গান থেকে ‘সুর চুরি’ করে তৈরি ‘সাইয়ারা’র টাইটেল সং

 

প্রসঙ্গত, ব্যক্তিজীবনে শুভশ্রী পরিচালক রাজ চক্রবর্তীকে বিয়ে করেন। রাজ-শুভশ্রীর সংসারে রয়েছে দুই সন্তান। অন্যদিকে, দেবের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র।

]]>
সম্পূর্ণ পড়ুন