রোববার (৩ আগস্ট) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমাবেশে এ কথা বলেন তিনি।
৫৪ বছরের স্বাধীন বাংলাদেশে ছিলাম কিন্তু অধিকার পাইনি। এ কথা জানিয়ে সারজিস আলম বলেন, আজ থেকে একবছর আগে এ মঞ্চ থেকে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোব্যবস্থার স্বপ্নে খুনি শেখ হাসিনার পতন ঘটনোর ঘোষণা দেয়া হয়েছিল। কিন্তু একবছর হয়েছে কাঙ্খিত অধিকার পাইনি।
তিনি আরও বলেন, আমরা আর হতাশার কথা বলতে চাই না। আগামীর বাংলাদেশে আমরা যে অধিকারগুলো পেতে চাই, যেভাবে বাংলাদেশকে দেখতে চাই, আমরা সেগুলো এ মঞ্চ থেকে বলতে এসেছি।
আরও পড়ুন: তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের জন্য হোক: তারেক রহমান
এক বছর আগে এই মঞ্চে ছাত্র-জনতার প্রতিনিধি হিসেবে যারা ছিলেন, তাদের মধ্যে আজ এখানে শহীদ পরিবারের সদস্য হিসেবে আছে। অনেকে এখানে আহত যোদ্ধা হিসেবে আছেন। এই মঞ্চ থেকে শহীদ ভাইদের হত্যার বিচার চাইতে এসেছি।
তিনি আরও বলেন, ৭২ এর সংবিধান ছিল, একটা দলের সংবিধান। যে সংবিধানের ড্রাফট আরেকটা দেশ থেকে পাস হয়ে এসেছে, সেই মুজিববাদী সংবিধান এ বাংলাদেশে আর আমরা থাকতে দিতে পারি না। আমরা এই মঞ্চে থেকে মুজিববাদী সংবিধান শেষ করে দিয়ে, নতুন সংবিধান চাইতে এসেছি।
]]>