‘ঋণের বোঝা’, কুয়েতে নিজের প্রাণ দিলেন প্রবাসী বাংলাদেশি

৩ সপ্তাহ আগে
কুয়েতের মাহবুল্লাহ এলাকায় মো. তাজরুল মোল্লা (৩৮) নামে একজন প্রবাসী বাংলাদেশি কর্মী ‘আত্মহত্যা’ করেছেন বলে খবর পাওয়া গেছে।

মঙ্গলবার সন্ধ্যায় নিজ কোম্পানির ভবনের সিঁড়ির রেলিংয়ে ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। তাজরুলের বাড়ি বাংলাদেশের নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কালিগঞ্জ বাজার লাহুড়িয়া পশ্চিম পাড়া গ্রামে। 

 

তাজরুল কুয়েতে ইউনাইটেড ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট কোম্পানিতে চার বছর আগে পরিছন্নতাকর্মী হিসেবে আসেন। 

 

তার মরদেহ সিঁড়ির রেলিংয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে ওই কোম্পানীর লোকজন আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেন। 

 

আরও পড়ুন: কুয়েতে ভিসা জালিয়াতি চক্রের ৬ সদস্য গ্রেফতার

 

এদিকে খবর পেয়েই বাংলাদেশ দূতাবাস কর্তৃপক্ষ  ঘটনাস্থল পরিদর্শন করেছে।  প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিভিন্ন কারণে আর্থিক সমস্যায় পড়ে মানসিক চাপের মধ্যে ছিলেন তাজরুল। ঋণের বোঝা সইতে না পেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে মনে করা হচ্ছে। 

 

বিষয়টি খতিয়ে দেখছে স্থানীয় প্রশাসন।

]]>
সম্পূর্ণ পড়ুন