খেলোয়াড়দের ক্ষেত্রে কনকাশন বদলির ঘটনা প্রায়ই দেখা যায়। এবার দেখা গেল আম্পায়ারের কনকাশন বদলির ঘটনা। গতকাল পাকিস্তান ও আরব আমিরাত ম্যাচে আম্পায়ারের দায়িত্বে ছিলেন আফগানিস্তানের আহমদ শাহ পাকেতিন ও শ্রীলঙ্কার রুচিরা পল্লিয়াগুরুগ। আরব আমিরাতের ইনিংসের ষষ্ঠ ওভারের সময় পল্লিয়াগুরুগের মাথায় বলের আঘাত লাগে।
সতীর্থ সাইম আয়ুবের দিকে লক্ষ্য করে উইকেটকিপার মোহাম্মদ হারিসের ছোঁড়া বল পল্লিয়াগুরুগের মাথার পেছনে আঘাত করে। যদিও লঙ্কান আম্পায়ারের গুরুতর কোনো ক্ষতি হয়নি। কারণ কিপারের ছোঁড়া বিধায় বলের গতি ছিল কম। খেলোয়াড়রা তো ছুটে যানই, পাকিস্তানের টিম ফিজিও ও মাঠের মেডিক্যাল স্টাফরাও দ্রুতই পল্লিয়াগুরুগের কাছে যান।
পল্লিয়াগুরুগ এরপর আর দায়িত্ব পালন করার সাহস করেননি। মাঠ থেকে উঠে যান তিনি। বদলি হিসেবে নামেন বাংলাদেশের গাজী সোহেল, তিনি এই ম্যাচের রিজার্ভ আম্পায়ার। সোহেল এর আগে আরব আমিরাত ও ভারত ম্যাচে দায়িত্ব পালন করেছিলেন।
আরও পড়ুন: সাইম আইয়ুব তবে কি বোলার হয়ে গেলেন?
আম্পায়ার বদলির এই দিনটি বেশ ঘটনাবহুল হয়ে রইল। শুরুটা হয়েছিল হ্যান্ডশেক বিতর্কের পর পাকিস্তানের এশিয়া কাপ বয়কট করার আভাস দিয়ে। আইসিসির কাছে ভারত-পাকিস্তান ম্যাচের রেফারি অ্যান্ডি পাইক্রফটের অপসারণ দাবি করেছিল পিসিবি, জিম্বাবুইয়ান আম্পায়ারই নাকি সূর্যকুমার যাদব ও সালমান আলী আগাকে টসের সময় হ্যান্ডশেক না করার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু আইসিসির অবস্থান ছিল সম্পূর্ণ বিপরীত।
ফলে সামনে আসে পাকিস্তানের টুর্নামেন্ট বয়কট করার প্রসঙ্গ। গতকাল ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়, অর্থাৎ টস ৮টা নাগাদ। টসের সময় পর্যন্ত পাকিস্তান দল টিম হোটেলেই অবস্থান করছিল। ফলে ম্যাচ এক ঘণ্টা পিছিয়ে যায়। পাকিস্তান অবশেষে স্টেডিয়ামে যায়, খেলাও হয়। পাইক্রফট নাকি তাদের কাছে ক্ষমা চেয়েছেন।