কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, গত ১২ বছরে নাটোর জেলায় দেশি-বিদেশি মিলিয়ে ১৫ ধরনের ফলের আবাদ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০১৩ সালে যেখানে ৬ হাজার ৪৩ হেক্টর জমিতে ফলের আবাদ ছিল, ২০২৫ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৪৭৮ হেক্টরে। তবে উৎপাদন বৃদ্ধির সঙ্গে সঙ্গে সার, কীটনাশক ও শ্রমিক খরচ বাড়ায় বর্তমান বাজারদরে কাঙ্ক্ষিত লাভ পাচ্ছেন না কৃষকরা।
কৃষকদের অভিযোগ, প্রতিটি ফলের ভরা মৌসুমেই তাদের লোকসান গুনতে হয়। মৌসুমের শুরু ও শেষ দিকে কিছুটা ভালো দাম পাওয়া গেলেও মাঝামাঝি সময়ে ফল একসঙ্গে বাজারে আসায় দাম পড়ে যায়। এতে কোনোরকমে টিকে থাকতে হচ্ছে তাদের।
এই পরিস্থিতি থেকে উত্তরণে ফল সংরক্ষণের জন্য হিমাগার নির্মাণ এবং রফতানির ক্ষেত্রে বিমান ভাড়া কমানোর দাবি জানিয়েছেন কৃষকরা। কৃষক সেলিম রেজা বলেন, একসঙ্গে বিপুল পরিমাণ ফল বাজারে আসায় লোকসান গুনতে হচ্ছে। হিমাগারের ব্যবস্থা থাকলে এই ক্ষতি হতো না।
তিনি আরও বলেন, বিদেশে রফতানির সময় প্রতি কেজি ফলে প্রায় ৩০০ টাকা ভাড়া নেয়া হয়, যা খুবই বেশি। কম ভাড়ায় ফল রফতানির উদ্যোগ নিতে সরকারকে এগিয়ে আসতে হবে।
আরও পড়ুন: ফলের বাজারে অস্থিরতা, রমজানে দাম আরও বাড়বে?
আরেক কৃষক রাশেদ বলেন, পেয়ারার দাম কখনো ১০ থেকে ১৫ টাকা কেজি, আবার কখনো ৫০ থেকে ৬০ টাকা কেজি হয়। এই দামের ওঠানামার কারণে বড় ধরনের লোকসান গুনতে হয়। উৎপাদন খরচ নির্ধারণ করে সেই অনুযায়ী ফলের দাম ঠিক করতে হবে।
অন্যদিকে কৃষি সম্প্রসারণ অধিদফতর বলছে, ন্যায্য মূল্য নিশ্চিতে উদ্যোগ নেয়ার পাশাপাশি রফতানিতেও সহযোগিতা করা হচ্ছে। নাটোর কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক হাবিবুল ইসলাম খান বলেন, কৃষকরা সার ও কীটনাশক ন্যায্য দামে পাচ্ছেন। তবে কৃষি বিভাগ সরাসরি বাজার মূল্য নির্ধারণ করতে না পারলেও ন্যায্য মূল্য নিশ্চিতে কৃষকদের বিভিন্ন পরামর্শ দেয়া হচ্ছে।
নাটোর কৃষি বিপণন অধিদফতরের জেলা কৃষি বিপণন কর্মকর্তা মিজানুর রহমান জানান, কোনো ফলে কৃষকরা লাভবান হলে পরবর্তীতে সেই ফলের উৎপাদন বাড়িয়ে দেন। ফলে অতিরিক্ত উৎপাদনের কারণে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হন তারা। ফলের ন্যায্য মূল্য নির্ধারণে কাজ করছে অধিদফতর এবং রফতানির ক্ষেত্রেও কৃষকদের সহযোগিতা করা হচ্ছে।
কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে নাটোর জেলায় মোট ১ লাখ ৬৩ হাজার মেট্রিক টন ফল উৎপাদন হয়েছে। যার বাজার মূল্য প্রায় ১ হাজার কোটি টাকা।
]]>
১ সপ্তাহে আগে
২








Bengali (BD) ·
English (US) ·