শুক্রবার (২৭ জুন) টয়োটার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
টয়োটার হিসাব অনুযায়ী, মে মাসে উত্তর আমেরিকা, চীন ও জাপানে চাহিদা বৃদ্ধির ফলে তাদের বৈশ্বিক গাড়ি বিক্রি ৬ দশমিক ৯ শতাংশ বেড়ে ৮ লাখ ৯৮ হাজার ৭২১ টিতে পৌঁছায়। শুধু যুক্তরাষ্ট্রেই বিক্রি বেড়েছে প্রায় ১১ শতাংশ।
তবে উৎপাদনের ক্ষেত্রে দেখা গেছে উল্টো চিত্র। জাপানে কম কর্মদিবসের কারণে মে মাসে টয়োটার বৈশ্বিক উৎপাদন শূন্য দশমিক ৭ শতাংশ কমেছে, যা গত পাঁচ মাসের মধ্যে প্রথমবারের মতো পতন। উল্লেখ্য, এই উৎপাদন ও বিক্রির হিসাবে টয়োটার বিলাসবহুল ব্র্যান্ড লেক্সাসও অন্তর্ভুক্ত।
আরও পড়ুন: গাড়ি বিক্রির আয়ে মাস্কের টেসলাকে পেছনে ফেলল চীনা বিওয়াইডি
এমন সময়ে এই বিক্রির সুখবর এলো, যখন জাপানের গাড়ি শিল্প যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের চাপের মুখে পড়েছে। টোকিও সরকার দেশটির গাড়ি শিল্পকে ২৫ শতাংশ শুল্ক থেকে রক্ষা করতে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এই শুল্ক জাপানের উৎপাদন খাতে বড় ধাক্কা হতে পারে।
সম্প্রতি প্রকাশিত বাণিজ্য তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে গাড়ি রফতানি ২৪ দশমিক ৭ শতাংশ এবং গাড়ির যন্ত্রাংশ রফতানি ১৯ শতাংশ কমেছে। ফলে মে মাসে জাপানের মোট রফতানি আট মাসের মধ্যে প্রথমবারের মতো হ্রাস পেয়েছে।
এদিকে, আগামী ৯ জুলাই থেকে যুক্তরাষ্ট্র ২৪ শতাংশ ‘পারস্পরিক’ শুল্ক কার্যকর করতে পারে, যদি এর আগে কোনো বাণিজ্য চুক্তি না হয়।