শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত হয় তারকাবহুল জমকালো আয়োজনের আসর। যেখানে মধ্যমণি ছিলেন হানিয়া।
মঞ্চে তিনি প্রথমে কালো রংয়ের ক্লাসিক গাউনে উপস্থিত হন। এরপর সবাইকে চমক দিয়ে শাড়িতে দ্যুতি ছড়ান।
হাততালিতে তখন মুখর অনুষ্ঠানের চারপাশ। মঞ্চে ছিলেন গায়ক প্রীতম হাসান। ওই সময় ‘তুফান’-এর জনপ্রিয় গান ‘তুমি কোন শহরের মাইয়া গো লাগে উরাধুরা’ বেজে ওঠে।
গানের ছন্দে নাচতে শুরু করেন গায়ক। হানিয়াকে শেখান কিছু নাচের মুদ্রা। এ সময় দর্শকের দিকে হাত নেড়ে সে মুদ্রা অনুসরণ করে নাচতে শুরু করেন হানিয়া।
আরও পড়ুন: শাকিব নাকি শাহরুখ, কাকে পছন্দ করেন হানিয়া?
সোনালি রঙের ঝলমলে শাড়িতে হানিয়ার প্রাণবন্ত হাসি আর নাচের ভঙ্গিমা হৃদয় ছুঁয়ে যায় দর্শকের। পুরো অনুষ্ঠানে বাংলাদেশের ভক্তদের সঙ্গে আনন্দ ভাগ করেছেন পাকিস্তানের এ অভিনেত্রী।
আরও পড়ুন: ঢাকার পাঁচতারকা হোটেলে হানিয়া আমির, ভক্তরা কখন দেখা করতে পারবেন?
]]>