উম্মতকে আত্মীয়দের চেয়েও বেশি ভালোবেসেছেন নবীজি

১ সপ্তাহে আগে
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে অনেক বেশী ভালোবাসতেন। লিখে কিংবা বলে তার ভালোবাসার পরিধি বোঝানো যাবে না। দুনিয়াতে সন্তানের প্রতি বাবা-মায়ের ভালোবাসাটাই সবচেয়ে বেশি। বাবা তার সন্তানকে যতটুকু ভালোবাসে, নবীজি তাঁর উম্মতকে এর চেয়েও বহুগুণ বেশী ভালোবাসতেন।

তবে এক হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন-إِنَّمَا أَنَا لَكُمْ مِثْلُ الْوَالِدِ لِوَلَدِهِ আমি তোমাদের জন্য সন্তানের পিতার সমতুল্য। (ইবনে মাজাহ, হাদিস- ৩১৩)

 

অর্থাৎ, আমি তোমাদের কাছে পিতার মত। একজন ন্যায় নিষ্ঠাবান পিতা মায়া, মমতা ও ভালোবাসা নিয়ে সন্তানের সুখ শান্তি অর্জন এবং উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের জন্য আপ্রাণ চেষ্টা করে থাকেন। সন্তানের সুখের জন্য বাবা নিজের সুখ শান্তি বিলীন করে দেন। 

 

আরও পড়ুন: নবীজির প্রতি দরুদ পাঠের ৫ ফজিলত

 

তেমনি প্রিয় নবী উম্মতের উভয় জগতের সফলতার জন্য নিজের জীবনকে বিলীন করে দিয়েছেন। নিজের সুখের কথা ভুলে দিনরাত উম্মতের পিছনে ছুটেছেন। বরং তিনি পিতার চেয়েও বহুগুণ বেশী চেষ্টা প্রচেষ্টা করেছেন।

 

সামনের হাদিস শরিফের প্রতি লক্ষ্য করুন

 

قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّمَا مَثَلِي وَمَثَلُ النَّاسِ كَمَثَلِ رَجُلٍ اسْتَوْقَدَ نَارًا، فَلَمَّا أَضَاءَتْ مَا حَوْلَهُ جَعَلَ الْفَرَاشُ وَهَذِهِ الدَّوَابُّ الَّتِي تَقَعُ فِي النَّارِ يَقَعْنَ فِيهَا، فَجَعَلَ يَنْزِعُهُنَّ وَيَغْلِبْنَهُ، فَيَقْتَحِمْنَ فِيهَا، فَأَنَا آخِذٌ بِحُجَزِكُمْ عَنِ النَّارِ، وَهُوَ يَقْتَحِمُونَ فِيهَا রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার ও লোকদের উদাহরণ এমন ব্যক্তির মত, যে আগুন প্রজ্জলিত করল। আর যখন তার চারদিক আলোকিত হয়ে গেল, তখন কীট-পতঙ্গ ও ঐ সমস্ত প্রাণী যারা আগুনে ঝাঁপিয়ে পড়ে তারা তাতে পুড়তে লাগল। তখন সে লোকটি সেগুলোকে আগুন থেকে ফিরানোর চেষ্টা করতে লাগল; কিন্তু সেগুলো তাকে পরাজিত করে আগুনে পতিত হল। তদ্রুপ আমিও তোমাদের কোমর ধরে বাঁচাবার চেষ্টা করছি; কিন্তু তোমরা তাতেই পতিত হচ্ছ। (সহিহ বুখারি, হাদিস- ৬৪৮৩)

 

প্রিয় পাঠক! অবাধ্য সন্তানের ক্ষেত্রে অনেক সময় বাবাও নিরাশ হয়ে হাল ছেড়ে দেয়, সন্তানকে তেজ্য হিসেবে আখ্যায়িত করে; কিন্তু আমাদের প্রিয় নবীজি উম্মতের ব্যাপারে নিরাশ হতেন না। উম্মতের হাজারো অবাধ্যতা এবং তাদের পক্ষ থেকে নানা রকমের জুলুম- নির্যাতন এবং কষ্টদায়ক কথাবার্তা সত্ত্বেও তিনি সর্বদা উম্মতের হেদায়েতের জন্য বাবার চেয়েও বেশী ব্যাকুল ছিলেন। এ হাদিস এরই প্রমাণ বহন করে। তথ্যসূত্র : উম্মতের প্রতি নবীজির ভালোবাসা পৃ: ২০

 

লেখক: শিক্ষক, লালবাগ মাদ্রাসা ঢাকা, খতিব, আজিমপুর ছাপড়া মসজিদ, পরিচালক, দাওয়াতুস সুন্নাহ বাংলাদেশ

]]>
সম্পূর্ণ পড়ুন