শনিবার (২৬ এপ্রিল) রাত ৮টার দিকে কুয়েটসংলগ্ন নগরীর ফুলবাড়িগেট এলাকায় খাবার খেতে গেলে তাদের ওপর বহিরাগতরা এ হামলা চালান বলে অভিযোগ করেন কুয়েট শিক্ষার্থীরা।
মারধরের শিকার চার শিক্ষার্থীই সম্প্রতি ভিসিবিরোধী আন্দোলনের নেতৃত্বে ছিলেন। তাদের কুয়েটের মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে।
আহত শিক্ষার্থীরা হলেন: ১৯ ব্যাচের মো. ওবায়দুল্লাহ, মুজাহিদুল ইসলাম, গালিব রাহাত ও মোহন।
আরও পড়ুন: কুয়েটের ভিসি-প্রোভিসিকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন
আন্দোলনে নেতৃত্ব দেয়া কুয়েটের শিক্ষার্থী রাহাতুল ইসলাম জানান, শনিবার রাত সোয়া ৮টার দিকে চারজন ক্যাম্পাসের বাইরে ফুলবাড়িগেট বাসস্ট্যান্ডে খাবার খেতে যান। এ সময় ১০/১২ জনের একদল যুবক ‘উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদকে কেন নামিয়েছিস বলেই’, লাঠি দিয়ে মারধর শুরু করে। তারা ওই চারজনকে পিটিয়ে চলে যায়।
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবীর হোসেন বলেন, ‘ঘটনা শুনে দুর্বৃত্তদের আটক করার চেষ্টা করা হচ্ছে।’
এ দিকে এ ঘটনার প্রতিবাদে রাত ১১টায় কুয়েট ক্যাম্পাসে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা।