বৃহস্পতিবার (১৫ মে) সেগুনবাগিচায় দুদক কার্যলয়ের সামনে এই বিক্ষোভ হয়। মাসখানেক আগে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেন ও স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের সাবেক ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবির বিরুদ্ধে শত কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ ওঠে।
একইভাবে এনসিপি থেকে অব্যাহতি পাওয়া যুগ্ম সদস্য সচিব সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে কমিশন বাণিজ্যেরও অভিযোগ ওঠে।
আরও পড়ুন: দুই উপদেষ্টার সাবেক এপিএস-পিও এবং তানভীরের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
এসব দুর্নীতির বিষয়ে গোয়েন্দা অনুসন্ধানে প্রাথমিক তথ্য মেলায় গত ৪ মে অনুসন্ধান শুরু করে দুদক। এবার অভিযুক্ত তিনজনসহ স্বাস্থ্য উপদেষ্টার আরেক ব্যক্তিগত কর্মকর্তা মাহমুদুল হাসানকে চলতি মাসে তলব করে নোটিশ পাঠিয়েছে সংস্থাটি।
]]>