উন্মোচন করা হলো এনসিএল টি-টোয়েন্টির ট্রফি

৩ সপ্তাহ আগে
আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হলো এনসিএল টি-টোয়েন্টির ট্রফি। ভিন্নধর্মী আয়োজনে একই দিনে হোম অব ক্রিকেটে পরিচয় করিয়ে দেয়া হয় ৮ দলের অধিনায়ককে। অভিজ্ঞতায় প্রাধান্য না দিয়ে নেতৃত্ব তুলে দেয়া হয়েছে নতুনদের কাঁধে।

দেখে বোঝার উপায় নেই এটা ঘরোয়া কোনো লিগের অনুষ্ঠান। বিসিবির গোছানো আয়োজন বড় চমকই বলা চলে। এসবের উপলক্ষ্য এনসিএল টি-টোয়েন্টি। বিশ্বের সবথেকে জনপ্রিয় ফরম্যাটের ক্রিকেটার তুলে আনতে আনুষ্ঠানিকভাবে ক্যালেন্ডারে যোগ হলো এই টুর্নামেন্ট। রোববার (৮ ডিসেম্বর) ট্রফির পাশাপাশি ৮ দলের পরিচিতি পর্বটাও সেরে ফেলে বিসিবি।


অধিনায়ক বাছাইয়েও চমক। মুশফিক-তামিমদের মতো সিনিয়র ক্রিকেটার থাকলেও নতুনদের ভাবনায় রেখেছে ক্রিকেট বোর্ড। চট্টগ্রামে রাব্বি, সিলেটে জাকির, ঢাকা বিভাগে সাইফ আর মেট্রোর নেতৃত্ব দেবেন নাঈম শেখের মতো ক্রিকেটাররা। ক্যাপ্টেনের নাম ঘোষণাতেও ছিল ভিন্নতা। ৮ দলের অধিনায়ক পাজল মিলিয়ে একে একে এসে পূর্ণ করেছেন বাংলাদেশের মানচিত্র। এরপর ফটোসেশনে অংশগ্রহণ শেষে, নিজেদের প্রত্যাশার কথা জানান ক্রিকেটাররা।


আরও পড়ুন: ফাইনাল এবং টুর্নামেন্ট সেরা ইকবাল ইমন


সিলেটের দুই ভেন্যুতে ১১ ডিসেম্বর থেকে শুরু হবে এই টুর্নামেন্টের প্রথম আসর। প্রতিদিন চারটি করে ম্যাচ, যদিও এবারের আসরের প্রাইজমানি এখনও চূড়ান্ত করেনি বিসিবি। ম্যান অব দ্য ম্যাচ কিংবা টুর্নামেন্টের জন্য আলাদা আর্থিক পুরস্কারের বরাদ্দ থাকবে কি না, সেটাও নিশ্চিত নয়।

]]>
সম্পূর্ণ পড়ুন