নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্ল্যাব (এনএসইউএসএসসি) প্রতিষ্ঠিত হয় ১৯৯৪ সালে। ক্ল্যাবটি প্রতিষ্ঠিত হওয়ার প্রথম থেকেই সুবিধাবঞ্চিত মানুষদের নিয়ে কাজ করছে। তাদের জনপ্রিয় উদ্যোগের মধ্যে ‘অনুষঙ্গ’, ‘ব্লাড ডোনেশন ড্রাইভ’, ‘উইন্টার ক্লথ ড্রাইভ’ সমাজে ব্যাপক সাড়া ফেলেছে।
এবার সে ধারবাহিকতাতেই দেশের তরুণ মেধাবী শিক্ষার্থীদের নিয়ে সমাজের নানা সমস্যার সমাধানে এগিয়ে আসতে তারা আয়োজন করতে যাচ্ছে ‘সোশিও ক্যাম্প ১২’।
এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দারিদ্র বিমোচন, মানসিক স্বাস্থ্য সচেতনতা, শিক্ষা বৈষম্য, জলবায়ু পরিবর্তন ও নারীর নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ সামাজিক সমস্যার উদ্ভাবনী সমাধান উত্থাপন করবে।
প্রতিযোগিতাটি দুটি কর্মশালা ও তিনটি ধাপে হবে। ১ম রাউন্ডে ১ম ওয়ার্কশপ হবে আগামী ২৬ সেপ্টেম্বর, ২য় ওয়ার্কশপ হবে ৪ অক্টোবর। ২য় রাউন্ডে ইভুলুয়েশন পর্ব হবে ১০ অক্টোবর এবং চূড়ান্ত রাউন্ড অনুষ্ঠিত হবে আগামী ১৫ অথবা ১৬ অক্টোবর।
আরও পড়ুন: সেরা গল্পের পুরস্কার পেল মামুনের ‘চিলেকোঠার সেপাই : দ্য স্মোকার’
গ্র্যান্ড ফাইনালে বিচারক ও অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশের খ্যাতিমান ব্যক্তিত্ব, সেলিব্রেটি ও মিডিয়া পারসোনালিটি। এ প্রতিযোগিতার মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে সময় মিডিয়া লিমিটেড। প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে ‘সোশিও ক্যাম্প’র ফেসবুক পেজে।
আরও পড়ুন: শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন
তরুণ প্রজন্মের সৃজনশীলতা ও সহমর্মিতা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারার একটি বড় প্ল্যাটফর্ম নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্ল্যাব। এর আয়োজিত ‘সোশিও ক্যাম্প ১২’ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আগ্রহীদের রেজিস্ট্রেশনের শেষ তারিখ আগামী ২৫ সেপ্টেম্বর।
]]>