সোমবার (৯ ডিসেম্বর) আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ ঘোষণা দেন।
ফেসবুক পোস্টে শায়খ আহমাদুল্লাহ লিখেন, ‘দক্ষতা আপনার, সহযোগিতা আস-সুন্নাহর’-এই স্লোগানকে সামনে রেখে নতুন বছরে শুরু হচ্ছে আমাদের ভিন্নধর্মী কার্যক্রম ‘দক্ষতাভিত্তিক উদ্যোক্তা তৈরি প্রকল্প-২০২৫’।
তিনি বলেন, ‘কারিগরি জ্ঞান ও বাস্তব অভিজ্ঞতা-সম্পন্নদের এই প্রকল্পের আওতায় বিশেষ আর্থিক সহায়তা করা হবে, যেন তিনি আত্মনির্ভরতার পাশাপাশি আরও কয়েকটি পরিবারের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন।’
আরও পড়ুন: জাতীয় নিরাপত্তার স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ: শায়খ আহমাদুল্লাহ
আবেদন প্রক্রিয়া
এই লিংক থেকে একটি আবেদন ফরম ডাউনলোড করে প্রিন্ট করতে হবে। তারপর যথাযথভাবে পূরণ করতে হবে। কুরিয়ারের মাধ্যমে অথবা সরাসরি অফিসে এসে আবেদন ফরম জমা দেয়া যাবে।
আবেদন ফরমের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, দক্ষতার সার্টিফিকেট (যদি থাকে), দুই কপি পাসপোর্ট সাইজের ছবি পাঠাতে হবে।
ঠিকানা: মানবসেবা, আস-সুন্নাহ ফাউন্ডেশন, প্লট সি-৭০, রোড-৩, ব্লক-সি, আফতাবনগর, ঢাকা। ফোন: ০১৯৫৮২৭৭৬০৩
]]>