উদ্বোধনের ৪ বছরেও চালু হয়নি খানসামা হাসপাতাল, নষ্ট হচ্ছে যন্ত্রাংশ

৪ সপ্তাহ আগে
আছে অত্যাধুনিক অবকাঠামো, মূল্যবান যন্ত্রাংশ, আসবাবপত্র, জরুরি বিভাগসহ অপারেশন থিযেটার। শুধু নেই চিকিৎসক, নার্স ও প্রয়োজনীয় জনবল কাঠামো। উদ্বোধনের পর দীর্ঘ ৪ বছর নেই কোনো কার্যক্রম।

এ অবস্থা দিনাজপুরের খানসামা উপজেলা সদরে অবস্থিত ২০ শয্যার হাসপাতালে। হাসপাতালটি চালুর জন্য বার বার কর্তৃপক্ষকে চিঠি দেয়ার কথা উল্লেখ করে হাসপাতালের আরএমও জানালেন জনবল নিয়োগ দিলেই হাসপাতালটি কার্যক্রম শুরু করা সম্ভব।


সাধারণ মানুষের চিকিৎসা দেয়ার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় দিনাজপুরের খানসামা উপজেলা সদরে ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণ করে। হাসপাতালটিতে আধুনিক অবকাঠামো, যন্ত্রপাতি থাকলেও নেই কোনো কার্যক্রম। তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য সেবা নিশ্চিতে ২০২১ সালের ১৫ নভেম্বর জনবল নিয়োগ না দিয়েই তড়িঘড়ি করে উদ্বোধন করা হয় হাসপাতালটি। 


প্রয়োজনীয় জনবলের অভাবে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন এলাকার সাধারণ মানুষ। চালু না থাকায় হাসপাতালটিতে আধুনিক অবকাঠামো, যন্ত্রপাতি, আসবাবপত্র বিনষ্টের পথে। জনবল সংকট থাকা এ হাসপাতালের ভেতরে তালাবদ্ধ অধিকাংশ দরজা। চিকিৎসা সেবা নিশ্চিত করতে শিগগিরই হাসপাতালটি চালুর দাবি জানিয়েছেন এলাকার মানুষের।

আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে আদালত প্রাঙ্গণে ন্যায়কুঞ্জ ও তথ্যসেবা কেন্দ্রের উদ্বোধন

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা.সামসুদ্দোহা মুকুল বলেন, ‘প্রয়োজনীয় জনবলের জন্য আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আশা করি দ্রুত জনবল কাঠামো নিয়োগের মাধ্যমে হাসপাতালটি চালু হলে কাঙ্ক্ষিত সেবা দেওয়া সম্ভব।’


১৬ কোটি  টাকা ব্যয়ে নির্মিত খানসামা উপজেলায় ২০ শয্যার হাসপাতালটি ২০২১ সালে ১৫ নভেম্বরে উদ্বোধন হলেও হাসপাতালটি ৩১ পদের বিপরীতে মাত্র একজন নিরাপত্তাকর্মী রয়েছেন।

]]>
সম্পূর্ণ পড়ুন