কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শনিবার হাইভোল্টেজ ম্যাচে গোলশূন্য ড্র করেছে আবাহনী-মোহামেডান। এই ড্রয়ে ১২ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে মোহামেডান। ২৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আবাহনী।
দুই দলের প্রথমার্ধ ছিল বেশ ম্যাড়মেড়ে। ম্যাচের অষ্টম মিনিটে রাফায়েল অগাস্তোর ক্রস করলে হেড করেন সুমন রেজা। তবে তার হেড বেরিয়ে যায় পোষ্ট ঘেঁষে। ৩৯তম মিনিটে সতীর্থের ক্রস ঠিকঠাক নিয়ন্ত্রণে নিতে পারেননি আরিফ হাসান।
আরও পড়ুন: রেফারিদের শত্রু হিসেবে দেখা উচিত নয়: হ্যান্সি ফ্লিক
তার কিছুক্ষণ পরেই বড় ধাক্কা খায় মোহামেডান। সুমন রেজাকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মাহবুব আলম। মুহূর্তেই ফুঁসে ওঠে গ্যালারি। মাঠে ফ্লেয়ার, টিয়ারসেলের মতো বস্তু ছুঁড়তে থাকে দর্শকরা। ধোঁয়ার কুণ্ডুলিতে বন্ধ হয়ে যায় খেলা। তার পাঁচ মিনিট পর শুরু হয় খেলা।
একটু পর গ্যালারি থেকে মাঠে বোতল ছুঁড়ে মারেন দর্শকরা। পরে মোহামেডানের খেলোয়াড়রা সমর্থকদের শান্ত করতে গ্যালারির কাছে গিয়ে অনুরোধ করতে থাকেন। এরপর পুলিশ, নিরাপত্তাকর্মী, কর্মকর্তাদের অনুরোধে পরিস্থিতি শান্ত হয়। তার মিনিট দশেক পর আবার শুরু হয় খেলা।
আরও পড়ুন: গুঞ্জন সত্যি নয়, ফাইনাল খেলবে রিয়াল
দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করে খেলতে থাকে আবাহনী। ৬৫তম মিনিটে ভালো সুযোগও তৈরি করেছিলো তারা। রাফায়েলের চার্জে বক্সে বল হারান মেহেদী হাসান মিঠু। রাফায়েল বলের নাগাল পাওয়ার আগে পোস্ট ছেড়ে বেরিয়ে এসে শট নেন গোলকিপার সুজন। তবে বল পেয়ে যান ইব্রাহিম। ফাঁকা পোস্ট পেয়েও ক্রসবারের ওপর দিয়ে বল মারেন তিনি।
তার ৬ মিনিট পর সুলেমান দিয়াবাতের ক্রসে মোজাফফর মোজাফফরভের শট বেড়িয়ে যায় দূরের পোস্ট দিয়ে। ৮০তম মিনিটে সুমনের শট ফিরিয়ে দেন গোলকিপার সুজন। তার একটু পর রাফায়েলের হেড আটকে দেন দেন শাকিল আহাদ তপু। শেষ পর্যন্ত গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল।
]]>