এ অবস্থায় রোববার (৮ ডিসেম্বর) রাতে আগামী দিনগুলোতে আবহাওয়া শুষ্ক থাকার পাশাপাশি তাপমাত্রা আরও কমার আভাস দিয়েছে আবহাওয়া দফতর।
পূর্বাভাস অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ সময় রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
তবে পরবর্তী ৪৮ ঘণ্টায় দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এছাড়া শেষরাত থেকে ভোর পর্যন্ত দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশার দেখা মিলতে পারে।
এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০.৬ ডিগ্রি সে. রেকর্ড হয়েছে রাজশাহীর বদলগাছীতে। আর বর্ধিত ৫ দিনে এ তাপমাত্রা আরও কমতে পারে।
]]>