সোমবার (১৭ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উত্তরা সেক্টর ১৪-তে ১০০–১৫০ জন বিক্ষোভকারী সেখানে জড়ো হয়ে হাবিব হাসানকে 'ফ্যাসিস্ট' বলে স্লোগান দিতে দিতে বাড়ির ভেতরে ঢুকে বাড়ির বিভিন্ন অংশ ভাঙচুর চালায়। পরে বাড়ির সামনে রাখা একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৩টার দিকে বিক্ষোভকারীরা ওই বাড়িতে ঢুকে বাড়ির বিভিন্ন অংশ ভাঙচুর করার পর একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরে বিক্ষোভকারীদের স্থানীয়রা জানান, বাড়িটি সাবেক এমপির ভাই নাদিম হাসানের।
আরও পড়ুন: কিশোরগঞ্জে দুর্বৃত্তের আগুনে পুড়ল দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্স
তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, সাবেক এমপি হাবিব হাসানের বাড়ি ভেবে বিক্ষোভকারীদের একটি দল এখানে এসে একটি গাড়িতে আগুন দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

১ সপ্তাহে আগে
৪






Bengali (BD) ·
English (US) ·