রাইসা মনি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের বাজড়া গ্রামের শাহাবুল শেখের মেয়ে। তিনি ঢাকার মিরপুর এলাকার বাসিন্দা ও একজন ব্যবসায়ী।
সোমবার (২১ জুলাই) রাতে রাইসা মনির চাচা ইমদাদুল গণমাধ্যমকে বলেন, ‘আমার ভাতিজি রাইসা মনির কোনো সন্ধান পাচ্ছি না। উত্তরার বিভিন্ন হাসপাতাল এবং জাতীয় বার্ন ইনস্টিটিউটেও আমরা খোঁজাখুঁজি করেছি; কিন্তু এখন পর্যন্ত তার সন্ধান পাইনি। যদি কেউ আমার ভাতিজির সন্ধান পেয়ে থাকেন, ০১৯২৫৯৩২২২৯ নম্বরে জানানোর জন্য অনুরোধ করছি।’
আরও পড়ুন: দগ্ধ শরীরে শিশুদের বাঁচানোর চেষ্টা, শিক্ষিকা মাহরিন লাইফ সাপোর্টে
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ সোমবার দুপুর ১টা ৬ মিনিটে প্রশিক্ষণ বিমানটি উড্ডয়ন করে। পরে বিধ্বস্ত হয়।
আইএসপিআর আরও জানায়, এ ঘটনায় এখন পর্যন্ত ২০ জন নিহত এবং দেড় শতাধিক আহত হয়েছেন।