সোমবার (২১ জুলাই) বিকালে আশপাশের শিক্ষার্থী স্বেচ্ছাসেবকরা রক্তের জন্য আকুতি জানাচ্ছেন।
সাধারণ মানুষ রক্ত দেয়ার জন্য এগিয়ে আসছেন। তবে ও নেগেটিভ রক্ত মিলছে না।
স্বেচ্ছাসেবক সিফাত বলেন, ‘উত্তরা আধুনিক হাসপাতালে ‘ও নেগেটিভ’ ব্লাড লাগবে। অন্যান্য গ্রুপের ব্লাড পাওয়া গেছে। ‘ও নেগেটিভ’ পাওয়া যাচ্ছে না।’
আরও পড়ুন: বিমান বিধ্বস্ত: দ্রুত রক্তের প্রয়োজন
উত্তরা আধুনিক হাসপাতাল ছাড়াও কুয়েত মৈত্রী হাসপাতাল, উত্তরা উইমেন্স মেডিকেল কলেজ, মনসুর আলী মেডিকেল কলেজ, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও জাতীয় বার্ন ইনস্টিটিউটে আহতদের নেয়া হয়েছে। তাদের বেশির ভাগই দগ্ধ বলে জানাচ্ছেন চিকিৎসকরা।
আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদফতর-আইএসপিআর জানিয়েছে, বিমান বাহিনীর ‘এফ-৭ বিজিআই’ প্রশিক্ষণ বিমানটি সোমবার দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া অসংখ্য আহতকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।