উত্তম চরিত্রের জন্য যে দোয়া পড়বেন

১ সপ্তাহে আগে
মানুষ বলে ব্যবহারই বংশের পরিচয়। ব্যবহারে যার মাধুর্যতা রয়েছে তাকেই উত্তম মানুষ মনে করা হয়। নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্যই সবসময় আল্লাহর দরবারে উত্তম আচরণের জন্য দোয়া করতেন। মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ উত্তম চরিত্র। এটিই জান্নাতে যাওয়ার অন্যতম সোপান।

হজরত আব্দুল্লাহ ইবনে আমর (রা.) থেকে বর্ণিত হাদিসে আছে, নবীজি বলেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি আমার কাছে খুব প্রিয়, যার চরিত্র ভালো। (বুখারি: ৩৭৫৯)

 

আরেকটি হাদিসে আয়েশা (রা.) বলেন, আমি আল্লাহর রসুলকে বলতে শুনেছি, নিশ্চয়ই মুমিন ব্যক্তি তার ভালো চরিত্রের মাধ্যমে দিনে রোজা পালনকারী ও রাতে তাহাজ্জুদগুজারীর সমান মর্যাদা লাভ করতে পারে। (আবু দাউদ: ৪৭৯৮)

 

নিচে উত্তম চরিত্রের জন্য যে দোয়া পড়বেন-- তা তুলে ধরা হলো: 

 

اللَّهُمَّ أَلِّفْ بَيْنَ قُلُوبِنَا، وَأَصْلِحْ ذَاتَ بَيْنِنَا (উচ্চারণ: আল্লাহুম্মা আল্লিফ বাইনা ক্বুলুবিনা, ওয়াসলিহ যাতা বাইনিনা।)

 

অর্থ: হে আল্লাহ,আমাদের হৃদয়গুলোর মাঝে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি কর আর আমাদের (বিবদমান বিষয়গুলো) সমাধান করে দাও। (আবু দাউদ ৯৬৯)

 

اللَّهُمَّ اهْدِنِي لأَحْسَنِ الأَعْمَالِ وَأَحْسَنِ الأَخْلاقِ ، فَإِنَّهُ لا يَهْدِي لأَحْسَنِهَا إِلا أَنْتَ ، وَقِنِي سَيِّءَ الأَعْمَالِ وَسَيِّءَ الأَخْلاقِ ، فَإِنَّهُ لا يَقِي سَيِّئَهَا إِلا أَنْتَ (উচ্চারণ: আল্লাহুম্মা ইহদিনি লিআহসানিল আ’মাল ওয়া আহসানিল আখলাক, ফাইন্নাহু লা ইয়াহদি লিআহসানিহা ইল্লা আনতা, ওয়া ক্বিনি সাইয়ে আলআ’মালি, ওয়া সাইয়িআল আখলাকি, ফাইন্নাহু লা ইয়াকি সাইয়িআহা ইল্লা আনতা।) 

 

অর্থ: হে আল্লাহ, আমাকে সর্বোত্তম কাজ ও উন্নততর চরিত্রের দিশা দাও। কেননা, তুমি ছাড়া এ পথের দিশা অন্য কেউ দিতে পারে না। আর অন্যায় কাজ ও খারাপ চরিত্র থেকে আমাকে রক্ষা কর। কেননা, তুমি ছাড়া অন্য কেউ এ থেকে রক্ষা করতে পারে না। (নাসাঈ)

]]>
সম্পূর্ণ পড়ুন